download

দৈনিকবার্তা-গাজীপুর, ২৬ মে: গাজীপুরের একটি খাল থেকে সোমবার দিবাগত রাতে বস্তাবন্দি মাথাবিহীন এক ব্যাক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ৩৮ বছর বয়সের নিহত ওই ব্যাক্তির পরিচয় পাওয়া যায়নি।

জয়দেবপুর থানার এসআই জোবায়দুল হক জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের উত্তর খাইলকৈর এলাকার খালের পানিতে চটের বস্তাবন্দি এক ব্যাক্তির অর্ধগলিত লাশ ভাসতে দেখে এলাকাবাসি। খবর পেয়ে পুলিশ খাল থেকে ওই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। মাথাবিহীন লাশটির পরনে কাপড় ছিলনা। ধারনা করা হচ্ছে, দুর্বৃত্তরা কয়েকদিন আগে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ওই ব্যাক্তিকে হত্যার পর বস্তবন্দি করে লাশ খালে ফেলে রেখে পালিয়ে যায়। এঘটনায় জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।