দৈনিকবার্তা-রাজশাহী , ২৫ মে: ২০১৬ সালের জুন মাস নাগাদ রাজশাহী মহানগরীর বিসিক শিল্প এলাকায় ব্যাটারিচালিত অটোকার তৈরির কারখানা স্থাপন করার নীতিগত সিদ্ধানত্ম হয়েছে৷স্থাপত্য প্রতিষ্ঠান এনা গ্রুপের সহায়তায় দক্ষিণ কোরিয়ার কার প্রসত্মুতকারী জিনওয়া, বিএমজি ও কেআরডবিস্নউ প্রতিষ্ঠানের প্রতিনিধি দল কারখানার স্থান পরিদর্শন করেছেন৷রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়৷
এ সভায় এনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এনামুল হক সাংবাদিকদের জানান, মহানগরীর সপুরায় বিসিক শিল্প এলাকায় ব্যাটারিচালিত অটোকার তৈরির কারখানা স্থাপনের লক্ষ্যে ইতিমধ্যে কোরিয়ার ১১ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা শেষ হয়েছে৷তিনি জানান, এখানে তৈরি হওয়া অটোকারগুলি বিদেশে রফতানি করা হবে৷ এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে ইউরোপের বাজার৷ অটোকারগুলোতে উন্নতমানের লিথিয়াম ব্যাটারি সংযুক্ত থাকবে৷ যা একবার চার্জ দিলে একশ’ কিলোমিটার পর্যনত্ম চলবে৷ কারগুলোর তৈরি খরচ পড়বে ১৮ হাজার ডলার৷
তিনি আরও জানান, অটোকার কারখানা স্থাপনের জন্য স্থান নির্বাচন করতে দক্ষিণ কোরিয়া থেকে আগত ১১ সদস্যের প্রতিনিধি দল বিসিক এলাকা পরিদর্শন করেছেন৷ তারা একশ’ মিলিয়ন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত্ম নিয়েছেন৷ এই কারখানাটিতে শ্রমিক নিয়োগ ও অন্যান্য সব ধরনের সহযোগিতা করবে এনাগ্রুপ৷রাজশাহী চেম্বার সভাপতি মনিরুজ্জামান মনির সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন কোরিয়ার প্রতিনিধি দলে থাকা বিএমজি কোম্পানির প্রেসিডেন্ট কিম কেনসিয়াব, কেআরডবিস্নউ কোম্পানির প্রেসিডেন্ট চৈই শাংহুন ও জিনওয়া কোম্পানির চেয়ারম্যান কো ওংডেও এবং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সকল সদস্যবৃন্দ৷