দৈনিকবার্তা-ঢাকা, ২৫ মে: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পা লা লিগা মরশুমের শেষ ম্যাচে ঝলসে উঠেছে৷ স্যান্তিয়াগো বার্নাব্যুতে গেটাফের বিরুদ্ধে হ্যাটট্রিক করেই মরশুমে ৬১টি গোল করা হয়ে গিয়েছে আধুনিক ফুটবলের ঈশ্বরের৷ ম্যাচের ২৪ ঘণ্টা কাটতে-না-কাটতেই সোজা মোনাকো পৌঁছে গেলেন রোনাল্ডো৷
মোনাকো জিপি-তে ম্যাকলারেন জুটি ফার্নান্দো আলোন্সো ও জেনসন বাটনকে চিয়ার করতে এসেছিলেন সিআর সেভেন৷ মন্টে কার্লোর পিট লেনে রোনাল্ডোর সঙ্গে ছিলেন বছর বাইশের লন্ডনের মডেল কারা ডেলেভিঞ্জ৷ দু’জনকে একসঙ্গে আলাদা করে কথা বলতেও দেখা গেল৷ কারাকে ইমপ্রেস করতে রোনাল্ডো জোকও শোনালেন বলে জানা যাচ্ছে৷ ইরিনা শায়েকের সঙ্গে ব্রেক-আপের পর থেকেই একাধিক নারীর সঙ্গেই রোনাল্ডোর নাম জড়িয়েছে৷ কিন্তু রোনাল্ডো রয়েছেন রোনাল্ডোতেই৷ কারোর সঙ্গেই প্রেমটা সিরিয়াসলি করছেন না৷-ওয়েবসাইট