Rajshahi Mela News 25-5-15

দৈনিকবার্তা-রাজশাহী, ২৫ মে: রাজশাহীতে আনত্মর্জাতিক বাণিজ্য মেলার নামে জমজমাট হাউজি খেলা ও অবৈধ র্যাফেল ড্রর বাণিজ্য৷ কালেক্টরেট খেলার মাঠে মেলার ২০ দিন পার হলেও তাতে সাড়া নেই ক্রেতা দর্শনার্থীদের৷

তবে মধ্যরাতে জুয়াড়িদের ভিড় বাড়ে হাউজি আর র্যাফেল ড্রতে অংশ নিতে৷ বিক্রেতাদের অভিযোগ, র্যাফেল ড্র আর হাউজি খেলার কারণে একদিকে যেমন মেলার ভাবমূর্তি নষ্ট হচ্ছে, অন্য দিকে লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের৷ র্যাফেল ড্র ও হাউজির টাকা জোগাতে ছোটখাটো চুরি-ছিনতাইয়ের ঘটনা বাড়ছে৷ শিক্ষার্থীরাও পড়াশোনা বাদ দিয়ে এসব অনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়ছে৷উপশহরের গৃহিণী রিনা খান জানান, সন্ধ্যা থেকে মেলা চত্বরে শুরু হয় হাউজি আর র্যাফেল ড্র’র প্রচারণা৷ ফলে মেলায় ঘুরতে এসে স্বাচ্ছন্দ্যবোধ করেন না কেউ৷ তার মতো মেলায় ঘুরতে আসা কয়েকজন দর্শনার্থীর একই অভিযোগ৷ দর্শনার্থীরা যেমন অভিযোগ করছেন, তেমননি হাউজি ও র্যাফেল ড্র নিয়ে অভিযোগ করেন খোদ মেলায় অংশ নেওয়া সাধারণ ব্যবসায়ীরা৷

নাম না প্রকাশ করার শর্তে একাধিক ব্যবসায়ী জানান, মেলার চেয়ে হাউজি ও র্যাফেল ড্রর প্রচারণা বেশি করছে আয়োজকরা৷ এ কারণে মেলায় দর্শনার্থী কম৷ লোকসান গুনতে হচ্ছে তাদের৷ মেলা আয়োজক কমিটির প্রধান আনোয়ার জানান, মেলার সঙ্গে হাউজি ও র্যাফেল ড্রর কোনো সম্পর্ক নেই৷ দুটি দেখাশোনার জন্য আলাদা লোক আছে৷ এসবের কারণে মেলার ভাবমূর্তি যেন নষ্ট না হয় তার প্রতি নজর দেবেন বলে তিনি জানান৷