দৈনিকবার্তা-মাদারীপুর, ২৫ মে: দালালদের খপ্পড়ে পরে অবৈধভাবে মালয়েশিয়া যাবার পথে নিখোঁজ হয়েছেন মাদারীপুরের রাজৈরের একই গ্রামের ৭ জন যুবক ও তরম্নন৷ তাদের পরিবারে চলছে কান্নার রোল৷ এ ধরনের মানবপাচার ও দালালদের বিরম্নদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ায় কথা জানিয়েছে পুলিশ৷ অন্যদিকে, নিখোঁজদের পরিবারের অভিযোগ পেলে তাদের ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক৷ তবে এ ঘটনার পর থেকে মানবপাচারকারী দালালচক্রদের সদস্যরা পলাতক রয়েছে৷
সরেজমিনে গিয়ে জানা যায়, গত ১৫ মার্চ অবৈধভাবে মালয়েশিয়া যাবার কথা বলে রাজৈরের আমগ্রাম ইউনিয়নের চেলিকান্দি গ্রামের ৭ জন তরম্নন-যুবককে ঢাকা নিয়ে যায় বাজিতপুর ইউনিয়নের পাখুল্যা গ্রামের মানবপাচারকারী দালাল সাদেক বয়াতী ও এহছাক মলিস্নক৷ এরপর থেকেই ওই ৭ জন নিখোঁজ রয়েছেন৷ নিখোঁজরা হলেন, চেলিগ্রামের বান্দু মাতুব্বরের ছেলে হান্নান মাতুব্বর (২৮), সোহরাব মাতুব্বরের ছেলে জহিরম্নল মাতুব্বর (২০), আবেদ আলীর ছেলে রাসেল মোলস্না (২১), মতি শেখের ছেলে হানিফ শেখ (১৮), জাহাঙ্গীর খাঁর ছেলে ওবায়দুর খাঁ (১৬), তৌয়ব আলী খাঁয়ের ছেলে অহিদুল খাঁ (১৮), কাজল খাঁর ছেলে বিনাদ খাঁ (২৪)৷চেলিগ্রামে বাসিন্দা ইউনুস মিয়া জানায়, ‘মালয়েশিয়া যাবার অর্থিক প্রলোভন দেখিয়ে বাজিতপুর ইউনিয়নের পাখুল্যা গ্রামের মানবপাচারকারী দালালচক্রের সদস্য সাদেক বয়াতী ও এছাহাক মলিস্নক ওই ৭ জনের কাছ থেকে ২০ হাজার টাকা করে নেয়৷ এরপর থেকেই ওই ৭ যুবক-তরম্নন নিখোঁজ রয়েছে৷
এমন ঘটনায় দালালদের আইনের আওতায় এনে দৃষ্টানত্মমূলক শাসত্মির দাবী করেছেন তিনি৷’নিখোঁজ বিনাদের মা ফরিদা বেগম জানান, ‘দালালরা তার ছেলে বিনাদকে মালেয়শিয়া যাবার কথা বলে ২০ হাজার টাকা নেয়৷ টাকা দিলে ১৫ মার্চ তার ছেলেকে নিয়ে যায় দালালরা৷ এরপর কোন খোঁজ মেলেনি তার৷ ছেলেকে ফিরে পেতে প্রশাসনের হসত্মৰেপ কামনা করছেন তিনি৷’নিখোঁজ রাসেলের বাবা আদিলউদ্দিন মোলস্না জানান, ‘সাদেক দালাল তার ছেলেকে জিম্মি করে বিভিন্ন কায়দায় টাকা চাচ্ছে দালালরা৷ কখন বলছে থাইল্যান্ড আছে, আবার কখনও বলছে মালয়েশিয়া আছে৷ আমার ছেলে আদৌ কোথায় আছে আমরা কেউই জানিনা৷ আমার ছেলেকে ফিরে পেতে প্রশাসনের দৃষ্টি আর্কষণ করছি৷
মাদারীপুরের পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম বলেন, ‘এ ধরনের মানবপাচারকারী ও দালালদের বিরম্নদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে৷ ভবিষ্যতে কেউ যাতে এই কার্যকলাপ করতে সাহস না পায় পুলিশ সেই পদৰেপ গ্রহন করবে৷মাদারীপুরের জেলা প্রশাসক জিএসএম জাফরউলস্নাহ জানান, ‘নিখোঁজদের পরিবারের অভিযোগ পেলে তাদের ফিরিয়ে আনতে সংশিস্নষ্ট দপ্তরের মাধ্যমে প্রয়াজনীয় ব্যবস্থা নেয়া হবে৷