দৈনিকবার্তা-ঢাকা, ২৫ মে: দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি হয়েছেন আবদুল মাতলুব আহমাদ। প্রথম সহসভাপতি হয়েছেন বিজিএমইএয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এবং সহসভাপতি হয়েছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম।তাঁরা তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সহসভাপতি নির্বাচিত হয়েছেন। এফবিসিসিআইয়ের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সাংসদ আলী আশরাফ সোমবার বিকেল সাড়ে চারটার দিকে তাঁদের তিনজনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। তবে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে ২৮ মে।
নির্বাচনী বোর্ড সূত্র জানা গেছে, বিকেল তিনটা পর্যন্ত এফবিসিসিআইয়ের সভাপতি, প্রথম সহসভাপতি এবং সহসভাপতি পদের ফরম জমা ও কেনার শেষ সময় ছিল। এই সময়ের মধ্যে সভাপতি পদে আবদুল মাতলুব আহমাদ, প্রথম সহসভাপতি পদে শফিউল ইসলাম মহিউদ্দিন এবং সহসভাপতি পদে মাহবুবুল আলম ছাড়া আর কেউ ফরম কেনেন নি। তাই তাঁরাই আগামী দুই বছরের জন্য ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ এই সংগঠনটির নেতৃত্ব দেবেন।এর আগে গত শনিবার এফবিসিসিআইয়ের ২০১৫-১৭ দ্বিবার্ষিক মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে নিটল-নিলয় গ্র“পের চেয়ারম্যান মাতলুব আহমাদের নেতৃত্বাধীন উন্নয়ন পরিষদনিটল-নিলয় গ্র“পের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন।
সোমবার সংগঠনের তিন শীর্ষ পদের এ নির্বাচনে কেবল তিনজনই মনোনয়ন জমা দিয়েছিলেন। তারা তিনজনই সমিতির পরিচালনা পর্ষদে এসেছেন চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্র“প থেকে মনোনীত পরিচালক হিসাবে। বিকালে এফবিসিসিআই ভবনে বোর্ড সভায় বসেন নব নির্বাচিত ৫২ পরিচালক। এরপর নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হলে তিন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন নির্বাচন কমিশনার অধ্যাপক আলী আশরাফের কাছে।
সব আনুষ্ঠানিকতা শেষে আলী আশরাফ তিন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে সাংবাদিকদের বলেন, আর কোনো প্রার্থী না থাকায় তিনজনকে বিজয়ী ঘোষণা করা হল।এর আগে শনিবার এফবিসিসিআ‘র পরিচালনা পর্ষদ নির্বাচনে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্র“পের ৩২টি পরিচালক পদের ২৫টি জিতে নেয় মাতলুব আহমাদ নেতৃত্বাধীন ব্যবসায়ী উন্নয়ন পরিষদ।ফলে রাজশাহী চেম্বার থেকে এফবিসিসিআইয়ের পরিচালক মনোনীত মাতলুবই যে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের নেতৃত্বে আসছেন, তা এক প্রকার নিশ্চিত ছিল।একইভাবে বিজিএমইএ’র মনোনীত পরিচালক হিসাবে শফিউল ইসলাম মহিউদ্দিন এফবিসিসিআইয়ের প্রথম সহ সভাপতি এবং চট্টগ্রাম চেম্বারের প্রতিনিধি হিসাবে মাহাবুবুল আলম সহ সভাপতি পদে এসেছেন।
ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা সভাপতি মাতলুব আহমাদ ব্যবসায়ী মহলে প্রধানমন্ত্রীর ‘আশীর্বাদপুষ্ট’ হিসাবে পরিচিতি। ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গীদের মধ্যে মাতলুবও ছিলেন।৬৩ বছর বয়সী মাতলুবের প্রতিষ্ঠান নিটল মোটরস ১৯৮১ সালে একটি ট্রেডিং প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে। নব্বইয়ের দশকের শুরুতে ভারতের টাটা মোটরসের পণ্য আমদানি করে বাংলাদেশে বিক্রি শুরু করে প্রতিষ্ঠানটি।
পরে দুই ছেলের নামে মাতলুব তার প্রতিষ্ঠানের নাম দেন নিটল-নিলয় গ্র“প। বর্তমানে সিমেন্ট, কাগজ, চিনি, প্লাস্টিক, পর্যটন ও বীমাসহ বিভিন্ন খাতে এ গ্র“পের দশটি প্রতিষ্ঠান রয়েছে।মাতলুবের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, তিনি অক্সফোর্ড থেকে অর্থনীতিতে মাস্টার্স করেছেন। তার স্ত্রী সেলিমা আহমাদ দীর্ঘদিন বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতৃত্বে ছিলেন। দ্বিতীয় বাংলাদেশি হিসাবে গতবছর অসলো বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড’ পান নিটল-নিলয় গ্র“পের ভাইস চেয়ারম্যান সেলিমা।