দৈনিকবার্তা-ঠাকুরগাঁও, ২৫ মে: ঠাকুরগাঁওয়ে আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। রোববার (২৪ মে) দিবাগত রাতে পুলিশ সদর উপজেলার কার্তিক তলায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃত ডাকাতরা হলেন: ডাকাত সর্দার রংপুরের কাউনিয়া উপজেলার চর বিশ্বনাথপুরের আজাহার আলীর ছেলে মাজেদুল ইসলাম শাহীন (২৭), ঠাকুরগাঁও সদরের লাউথুতি গ্রামের আইনুল হক (৪২), গাইবান্ধা সদরের ঠেংগামারা গ্রামের শামসুল (৩৪) ও সাদুল্যাপুর উপজেলার বড় জামালপুর গ্রামের রায়হানুল ইসলাম।
এ ব্যাপারে ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জানান, ডাকাত দলের সর্দার মাজেদুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন জেলায় প্রতি সপ্তাহে ৩ টি করে ডাকাতি সংঘটিত হয়। এই চক্রটি ২০ মে রংপুরের মিঠাপুকুর উপজেলার কাশিপুর গ্রামে ডাকাতি করে। এ সময় তারা নগদ ৪০ হাজার টাকা, ৭ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় বাড়ির মালিক আজিজুলকে কুপিয়ে হত্যা করে।
এছাড়াও সম্প্রতি কুড়িগ্রাম, নীলফামারী জেলায় বেশ কয়েকটি স্থানে ডাকাতির ঘটনায় তারা জড়িত বলে স্বীকারোক্তি দিয়েছে। ২২ মে জেলার পীরগঞ্জে বীজ ব্যবসায়ী নাসির উদ্দিনের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। এরই সূত্র ধরে অভিযান চালিয়ে কার্তিক তলা থেকে তাদের আটক করা হয়। আটক ডাকাতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান ঠাকুরগাঁও থানার ওসি একেএম মেহেদী হাসান। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রংপুরের মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর ।