Gazipur-(5)- 25 May 2015-Accident-2

দৈনিকবার্তা- গাজীপুর, ২৫ মে: গাজীপুরের আসামি বহনকারী পুলিশের একটি লেগুনার সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের এক কন্সটেবল ও বিভিন্ন মামলায় গ্রেফতারকৃত ৬ আসামী নিহত এবং ১২জন আহত হয়েছে। সোমবার বিকেলে শ্রীপুর থানা থেকে আদালতে আসামী নেওয়ার পথে এঘটনা ঘটেছে। হতাহতরা সবাই লেগুনার যাত্রী। নিহতরা হলো, পুলিশের কন্সটেবল মোস্তফা কামাল (৫৫), শ্রীপুর থানার নোয়াগাঁও এলাকার আমির হোসেনের ছেলে লেগুনা চালক মমিনুল হক (২৮), একই থানার বরমী দাই পাড়া টেক এলাকার আব্দুল হামিদের ছেলে সোহেল (২০) এবং মানিক (২৮)। নিহত অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এঘটনায় শ্রীপুর মডেল থানার ওসি আব্দুল মোতালেবকে দায়িত্বে অবহেলার কারনে ক্লোজড করে পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।

শ্রীপুর মডেল থানার ডিউটি অফিসার মনিরুজ্জামান জানান, গাজীপুরের শ্রীপুর মডেল থানার বিভিন্ন মামলার গ্রেফতারকৃত ১৩জন আসামিকে নিয়ে সোমবার বিকেলে (৪টার দিকে) পুলিশের ছয় জন সদস্য যাত্রবাহি একটি লেগুনায় করে গাজীপুর আদালতের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে লেগুনাটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি কর্পোরেশনের পোড়াবাড়ি এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে লেগুনাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ছয় আসামি নিহত এবং পুলিশসহ অপর ১৩ জন আহত হয়।

.স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে সেখান থেকে গুরুতর আহত পুলিশের কন্সটেবল মোস্তফা কামাল (৫৫), আশরাফ (৪২), জুলহাস (৩০) সহ সাইফুল ইসলাম (২০), মনির হোসেন (২২)কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে পুলিশের কন্সটেবল মোস্তফা কামাল (৫৫) মারা যায় বলে জয়দেবপুর থানার ওসি খন্দকার রোজাইল হাসান জানিয়েছেন। আহত অন্যরা হলো, তোফাজ্জল (৩৫), কামাল হোসেন (৪০), মোবারক (৪২), আনোয়ার হোসেন (২৫), শরীফ মিয়া (১৮), তামিল হাসান তুহিন (২১) ও পুলিশ কন্সটেবল আব্দুল মান্নান (৫২)। এদের মধ্যে ৬ জনকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, গাজীপুরের পুলিশ সুপার মো. হারুন অর রশিদ জানান, এঘটনায় দায়িত্বে অবহেলার কারনে শ্রীপুর মডেল থানার ওসি আব্দুল মোতালেবকে ক্লোজড করা হয়েছে। ঘটনা তদন্তের জন্য গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেনকে প্রধান করে পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির অন্যরা হলেন, এএসপি (সদর) আশরাফুল ইসলাম ও পিবি’র ইন্সপেক্টর আসাদুর রহমান। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।