দৈনিকবার্তা-গাজীপুর, ২৫ মে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলতি বছরেই অনার্স প্রথম বর্ষের ভর্তি ও ক্লাস শুরু এবং আগামী বছর প্রথম সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৮২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সিনেট হলে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম ১ অক্টোবর এবং একই বছরের ডিসেম্বর মাসে উক্ত সেশনে ভর্তিকৃত শিক্ষাথীদের ক্লাস শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও ২০১৬ সালের নবেম্বর-ডিসেম্বর মাসে বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠান করা ও বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ মূল ক্যাম্পাসে দেড় বছর মেয়াদী ‘মাস্টার অব এডভান্সড স্টাডিজ ইন লাইব্রেরী এন্ড ইনফরমেশন সায়েন্স’ বিষয়ে স্পেশাল মাস্টার্স ডিগ্রী প্রোগ্রাম চালূ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
একাডেমিক কাউন্সিলের ওই সভায় ইউ আই টি এস’র প্রো-উপাচার্য অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর স্বপন কুমার ঢালী, অধ্যক্ষ আব্রাহাম লিংকন, প্রফেসর ড. গাজী সালেহ উদ্দিন, অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান, অধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুস সালাম হাওলাদার, অধ্যক্ষ আব্দুর রশীদ, অধ্যক্ষ প্রফেসর ফজলুল হক, অধ্যক্ষ তুহিন আফরোজা আলম, অধ্যক্ষ মোঃ খালেকুজ্জামান, অধ্যক্ষ প্রফেসর ফজলুল হক, উপাধ্যক্ষ প্রফেসর ডালিয়া আহমেদ, আরিফুল হায়দার, প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আসলাম ভূঁইয়া, প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর, কোষাধ্যক্ষ প্রফেসর মোঃ নোমান উর রশীদ ও ডিনবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।