দৈনিকবার্তা-ঢাকা, ২৫ মে: রাজধানীর উত্তরা পশ্চিম মডেল থানার সেক্টর ১৪, রোড ১১ থেকে এবং মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ০২ জনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ। গ্রেফতারকৃতরা হলো বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন “জামাতুল মোজাহিদীন বাংলাদেশ” (জেএমবি) এর আঞ্চলিক সমন্বয়ক ১। মোঃ আমিনুল ইসলাম বেগ এবং (জেএমবি) সদস্য ২। সাকিব বিন কামাল। এ সময় তাদের হেফাজত থেকে ০১টি ল্যাপটপ, ০১টি ল্যাপটপ চার্জার, ০৩টি দামী মোবাইল সেট, বিভিন্ন লেখকের ০৭ টি ইসলামী জিহাদী বই ও ডায়েরী উদ্ধার করা হয়।
বর্তমানে দেশের গণতান্ত্রিক সরকার ব্যবস্থাকে উৎখাতের মাধ্যমে ওঝওঝ কর্তৃক নির্দেশিত খিলাফত প্রতিষ্ঠার জন্য তারা বিভিন্নভাবে প্রচারের মাধ্যমে গোপনে অর্থ ও কর্মী সংগ্রহ, সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার মাধ্যমে দেশের আইন শৃংখলার অবনতি, দেশের গুরুত্বপূর্ন ব্যক্তিদের টার্গেট করে হত্যা ইত্যাদির মাধ্যমে খিলাফত প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সংগঠন ওঝওঝ এর বাংলাদেশ প্রতিনিধি হিসাবে ও সমন্বয়ক হিসাবে কাজ করে আসছিল।
ওঝওঝ এর নিকট হতে অর্থ ও মারাত্মক অস্ত্র সংগ্রহ করে এবং বিষ্ফোরক দ্রব্যের মাধ্যমে বিষ্ফোরণ ঘটিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা করত: ক্ষতিসাধন, হুমকি সৃষ্টি ও খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠাই তাদের একমাত্র লক্ষ্য। তারা বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত জেএমবির সদস্য হলেও বর্তমানে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ওঝওঝ এর সাথে গোপন যোগাযোগের মাধ্যমে বাংলাদেশে তাদের সংগঠন তৈরী, সদস্য সংগ্রহ ও সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনায় করে আসছে বলে স্বীকার করে। তাদের সংগঠনের অনেক সদস্য বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তৎপর রয়েছে। তাদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধতথ্য (উত্তর) বিভাগের ডিসি শেখ নাজমুল আলম পিপিএম-বার এর নির্দেশনায়, এডিসি মোঃ শাহাজাহান এর সার্বিক তত্ত্বাবধানে এবং এসি মাহফুজুল আলম রাসেল এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।