দৈনিকবার্তা-ব্রাহ্মণবাড়িয়া, ২৪ মে: ব্রাহ্মণবাড়িয়ার ৬৮ কিলোমিটার সীমান্ত এলাকা থেকে বিজিবি কর্তৃক গত ছয় মাসে (নভেম্বর ২০১৪-মে ২০১৫ পর্যন্ত) মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা প্রায় সোয়া দুই কোটি টাকার বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। রোববার সরাইলের কালীকচ্ছে অবস্থিত বিজিবি-১২ ব্যাটালিয়ন সদর দপ্তরের প্রশিক্ষণ মাঠে জেষ্ঠ্য বিচারিক ম্যাজিস্ট্রেট সরাফ উদ্দিনের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ও বোলডোজার দিয়ে গুড়িয়ে এসব মাদক ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে ফেন্সিডিল, গাঁজা, বিদেশি মদ, চোলাই মদ ও ইয়াবা রয়েছে।
মাদক ধ্বংসের সময় বিজিবি’র সরাইল আঞ্চলিক সদর দপ্তরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো.লতিফুল হায়দার,কুমিল্লা সেক্টরের কমান্ডার মো.শাহরিয়ার রশীদ,সরাইল ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. নজরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মো. মনিরুজ্জামানসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি ও স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।বিজিবি-১২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. নজরুল ইসলাম জানান, গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের ১৫ মে পর্যন্ত ছয় মাসে দুই কোটি ২৯ লাখ ৬৩ হাজার ছয়’শত টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য আটক করে ব্যাটালিয়নের সদস্যরা।