dabi-b20150524171307_268541

দৈনিকবার্তা-ঢাকা, ২৪ মে: বর্তমান বেতন কাঠামো পরিবর্তন বিষয়ে শিক্ষকদের ন্যায্য দাবি না মানলে কঠোর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।প্রয়োজনে বাংলাদেশের ৩৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়কে সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. ফরিদ উদ্দিন আহমেদ।রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।প্রস্তাবিত বৈষম্যমূলক জাতীয় বেতন কাঠামো প্রত্যাখ্যান এবং পুনঃনির্ধারণের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

ফরিদ উদ্দিন আহমেদ বলেন, সরকারের আমলারা পদে পদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে অপমাণিত করছে। আমরা অনেক সুযোগ দিয়েছি। অনেক ভদ্রতা দেখিয়েছি। যে কারণে ন্যায্য দাবি আদায়ের জন্য মানববন্ধন করতে হচ্ছে। শিক্ষকদের এ ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবো না।শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. এম এম মাকছুদ কামালের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্ট্যাডিজ বিভাগের চেয়ারম্যান ড.শফিউল আলম ভূঁইয়া, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক ড. আখতার হোসেন খান, কলা অনুষদের ডিন ড. আক্তারুজ্জামান, ইতিহাস বিভাগের শিক্ষক ড. মুনতাসির মামুন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক ড. আনোয়ার হোসেন, সিন্ডিকেট লুৎফর রহমান, অর্থনী বিভাগের অধ্যাপক ড. এম এম আকাশ, ড. কাজী শহিদুল্লাহ, ইসলামের ইতিহাস ও সাংস্কৃতি বিভাগের ড. গোলাম রব্বানি এবং ড. নাজমা শাহিন প্রমুখ।