দৈনিকবার্তা-ঢাকা, ২৪ মে: ভারত সিরিজের আগে বাংলাদেশ দলের প্রস্তুতি ম্যাচ না থাকায় বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শেষ রাউন্ডই মূলত আসল প্রস্তুতি। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ওয়ালটন সেন্ট্রাল জোন ও বিসিবি নর্থ জোনের মধ্যকার ম্যাচের প্রথম দিনে দারুণ প্রস্তুতি সেরে রাখলেন জাতীয় দলের দুই ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ ও তাইজুল ইসলাম।
মাহমুদুল্লাহ রিয়াদের অসাধারণ সেঞ্চুরিতে (১১৩) প্রথম দিন শেষে আট উইকেটে ২৭৮ রান করেছে ওয়ালটন। এছাড়া ৮৭ রানের ইনিংস খেলেন মার্শাল আইয়ুব। বিসিবি নর্থ জোনের স্পিনার তাইজুল ইসলাম নিয়েছেন চার উইকেট। মাহমুদুল্লাহ রিয়াদ, মার্শাল আইয়ুব, শুভাগত হোম ও মোশাররফ হোসেনকে ফেরান এই বাঁহাতি স্পিনার।মিরপুর স্টেডিয়ামে রোববার (২৪ মে) দিনের শুরুতে টস জিতে ব্যাটিংয়ে নামেন ওয়ালটনের দুই ওপেনার আব্দুল মজিদ ও রনি তালুকদার। শূন্য হাতেই ফেরেন তারা। রানের খাতা খোলার আগেই দুই ওপেনারের বিদায়ের পর দলীয় ১৮ রানে রান আউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন রকিবুল হাসান। মেহরাব হোসেনকে নিয়ে জুটি বাঁধেন মাহমুদুল্লাহ। তবে দলীয় ৬২ রানে মেহরাবের উইকেট হারায় সেন্ট্রাল জোন।
পঞ্চম উইকেটে রিয়াদ ও মার্শালের ১৪৮ রানে জুটিতে ভিত পায় ওয়ালটন।দলীয় ২১০ রানে মাহমুদুল্লার বিদায়ের পর আরো তিন উইকেট হারায় ওয়ালটন। আউট হওয়ার আগে ২১০ বলে ১১টি চার ও দুই ছক্কায় ১১৩ রান করেন এই ডানহাতি ব্যাটসম্যান। মোহাম্মদ শহিদ ২১ ও জাবিদ হোসেন ৫ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন।দেলোয়ার হোসেন, মুক্তার আলী ও মাহমুদুল হাসান একটি করে উইকেট নিয়েছেন।