দৈনিকবার্তা-কুষ্টিয়া, ২৪মে: দক্ষিণাঞ্চলে পরিবহন ধর্মঘট বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, প্রত্যেকটি ব্যক্তির রাষ্ট্র ও জনগণের প্রতি দায়িত্বপুর্ণ আচরণ করতে হবে৷ বাস ডাকাতির সাথে চালক বা হেলপার জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে না কেন৷ বাসের যাত্রীদের স্বীকারোক্তি অনুযায়ী তাদের বিরদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ এই জন্য বাস ধর্মঘট ডাকার কোন যৌক্তিকতা নেই৷ মানুষকে জিম্মি করে এই ধরনের অন্যায় কাজকে কোনভাবে প্রশ্রয় দেয়া হবে না৷
রোববার বেলা ১১টায় কুষ্টিয়া মেডিকেল কলেজের ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন৷ অন্য এক প্রশ্নে জবাবে হানিফ বলেন, পাকিস্তান আমল থেকে জামায়াত ইসলামের রাজনীতি ধ্বংসাত্মক ও নাশকতামুলক৷ জামায়াতের রাজনীতি সৃষ্টি ধ্বংসাত্মক কর্মকান্ড দিয়ে৷ যাদের মূল কর্মকান্ড ধ্বংসাত্মক ও নাশকতামুলক তারা সুযোগ পেলে সন্ত্রাসী কর্মকান্ড করবে এটাই স্বাভাবিক৷ এদের নাশকতামুলক কর্মকান্ড কিভাবে দমন করতে হয় সরকার তা জানে৷
তিনি বলেন, আবারো যদি জামায়াত-শিবির মাথাচাড়া দিয়ে উঠে তাহলে তাদের কিভাবে শায়েস্তা করতে হয় সেটা সময় হলে দেখতে পাবেন৷এরপরে আওয়ামী লীগের এই নেতা কুষ্টিয়া মেডিকেল কলেজের ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন৷এসময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷