দৈনিকবার্তা-ঢাকা, ২৪ মে: বার্লিনে আগামী ৬ জুন জুভেন্টাসের বিপক্ষে বার্সেলোনর এবারের মৌসুমের চ্যাম্পিয়নস লীগের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। ফাইনালকে সামনে রেখে বার্সেলোনা তাদের সাবেক কোচ পেপ গার্দিওলাকে আমন্ত্রন জানিয়েছিল। কিন্তু বার্সার এই আমন্ত্রনকে গ্রহণ করেননি বায়ার্ন মিউনিখ কোচ গার্দিওলা।ব্যক্তিগতভাবে কাতালান জায়ান্টদের কাছ থেকে আমন্ত্রনের বিষয়টি নিশ্চিত করে গার্দিওলা বলেছেন, তারা আমাকে আমন্ত্রন জানিয়েছে, কিন্ত ফাইনালে আমি মাঠে যাচ্ছি না।
বার্সেলোনার সাথে চার বছরের কোচিং ক্যারিয়ারে ৪৪ বছর বয়সী এই কোচ ২০০৯ ও ২০১১ সালে কাতালানদের চ্যাম্পিয়নস লীগের শিরোপা এনে দিয়েছিলেন। নতুন কোচ লুইস এনরিকের অধীনে ইতোমধ্যেই লা লিগার ২৩তম শিরোপা নিশ্চিত হবার পরে বার্সেলোনা এখন ট্রেবল জয়ের দ্বারপ্রান্তে রয়েছে। আগামী ৩০ মে সেই মিশনে স্প্যানিশ কাপের ফাইনালে বিলবাও ও পরের সপ্তাহে চ্যাম্পিয়নস লীগের ফাইনালে বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ইতালিয়ান চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে।
শনিবার ঘরের মাঠ আলিয়াঁজ এরিনাতে গার্দিওলার বায়ার্ন মেইঞ্জকে ২-০ গোলে পরাজিত করে ২৫তম বুন্দেসলিগা শিরোপা লাভ করেছে। চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালে বার্সেলোনার বিপক্ষে ৫-৩ ব্যবধানে পিছিয়ে থেকে বিদায় নেয় বেভারিয়ান্সরা। ক্যাম্প ন্যুতে প্রথম লেগে ৩-০তে পরাজিত হবার পরে মিউনিখে অবশ্য ৩-২ গোলে জয়ী হয়েছিল। বার্সেলোনা সাথে চার বছরের ক্যারিয়ারে ১৪টি শিরোপা দখলের পরে মিউনিখের প্রথম দুই মৌসুমে পাঁচটি শিরোপা লাভ করেছেন গার্দিওলা। এখনো তার সাথে বেভারিয়ান্সদের এক বছরের চুক্তি বাকি রয়েছে।