Nepal-landslide_thereport24

দৈনিকবার্তা-ঢাকা, ২৪ মে: নেপালের পশ্চিমাঞ্চলে ভূমিধসে একটি নদীর প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় বন্যার আশংকায় কয়েক হাজার লোক নিরাপদ স্থানে সরে গেছেন৷রাজধানী কাঠমান্ডুর ১৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমের মাগদি জেলায় কালী গন্ডাকি নদীতে ভূমিধসের কারণে একটি গভীর ও নতুন হ্রদের সৃষ্টি হয়েছে৷ তবে ভূমিধসে কোন হতাহতের খবর পাওয়া যায়নি৷ স্থানীয় বাসিন্দাদের সহায়তা করতে সেনাসদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে৷

গত ২৫ এপ্রিল নেপালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে৷ এতে ৮ হাজারেরও বেশি লোক নিহত হয় ও অসংখ্য লোক আহত হয়৷ ভূমিকম্পের পর দেশটিতে বেশ কয়েকটি ভূমিধস হয়েছে৷এরপর গত ১২ মে ৭ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে এবং বেশ কয়েকটি আফটার শক অনুভূত হয়৷শনিবার দিবাগত রাতে ভূমিধসের কারণে মাগদি জেলায় কালী গন্ডাকি নদীর পানি প্রায় ২শ’ মিটার বৃদ্ধি পেয়েছে৷ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা লৰী প্রসাদ ধাকাল বলেন, ‘নদী সংলগ্ন জেলাগুলোর বাসিন্দাদের আমরা নিরাপদ স্থানে সরে যাওয়া আহবান জানিয়েছি৷তিনি বলেন, এ এলাকায় নেপালের অন্যতম বৃহত্তম জলবিদু্যত্‍ কেন্দ্র ঝুঁকির মুখে পড়তে পারে৷সেনাবাহিনী হেলিকপ্টারে করে ওই এলাকার ওপর নজর রাখছে এবং হ্রদ থেকে পানি সরিয়ে দিতে সেনা সদস্যরা ওই এলাকায় গেছে৷কর্তৃপক্ষ বলেছে, পানি বেড়ে যাওয়ায় বিসত্মীর্ণ এলাকায় বন্যার ঝুঁকি রয়েছে৷ কালী গন্ডাকি নদী ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে গঙ্গায় মিলিত হয়েছে৷