24-05-15-PM-1

দৈনিকবার্তা-ঢাকা, ২৪ মে: রাজধানীতে মাইক্রোবাসে তুলে নিয়ে গারো তরুণী ধর্ষণ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ১০ জনকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নিতে বলেছে সংসদীয় স্থায়ী কমিটি৷একইসঙ্গে পহেলা বৈশাখে টিএসসিতে নারীদের উপর যৌন নিপীড়নের ঘটনার বিষয়ে কথা বলায় পুলিশকে সর্তক করে দিয়ে দ্রুত দোষীদের বিচারের আওতায় আনতে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি৷রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়৷ পহেলা বৈশাখে শাহবাগে নারী লাঞ্ছনার ঘটনায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)একেএম শহীদুল হক ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বক্তব্যে বেমিল’ রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি টিপু মুন্সী৷

বৈঠক শেষে কমিটির সভাপতি টিপু মুনশি সাংবাদিকদের বলেন, সমপ্রতি ১০ জন বিশিষ্ট নাগরিককে হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে৷ কমিটি পুলিশকে সতর্ক থাকতে বলেছে৷আমরা বলেছি, আগে থেকে সতর্ক থাকতে হবে৷ ঘটনা ঘটনার পরে সতর্ক হয়ে লাভ নেই৷ এখনই তাদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে৷আমরা পুলিশকে বলেছি, ওভারঅল’ তাদের পারফর্মেন্স ভালো৷ কয়েকটি ঘটনায় তাদের কাজ নিয়ে প্রশ্ন উঠেছে৷ এগুলো নিয়ে আরও যত্নবান হতে বলা হয়েছে৷ হুমকি দিয়ে চিঠি কারা পঠিয়েছে, তাদের খুঁজে বের করতে সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি৷

বুধবার ‘আল কায়েদা-আনসারুল্লাহ বাংলা টিম: ১৩ এর নামে পাঠানো চিঠিতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, সংসদ সদস্য তারানা হালিম, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অসীম সরকার, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাবেরী গায়েন, বিকাশ সাহা, ইকবালুর রহিম ও পলান সুতারের নাম রয়েছে৷ব্লগার ওয়াশিকুর রহমান বাবু ও অনন্ত বিজয় দাশ হত্যাকাণ্ড নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে টিপু বলেন, “আমরা আলাদা করে কিছু বলিনি৷ ওভারঅল বিষয়গুলো (ব্লগার হত্যাসহ ১০জনকে চিঠি) নিয়ে সতর্ক থাকতে বলেছি৷

গারো তরুণী ধর্ষণের ঘটনা নিয়ে সংসদীয় কমিটির সভাপতি বলেন, আমরা পুলিশকে ইমিডিয়েট অ্যাকশন নিতে বলেছি৷ গণমাধ্যমে খবর এসেছে একজনকে পুলিশ অ্যারেস্ট করেছে৷ আমি এটা বৈঠকে তুলেছিলাম৷ তারা (পুলিশ) এগ্রি করেছে৷গ্রেপ্তারকৃতর কাছ থেকে তথ্য নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে৷ যৌন নিপীড়নের বিরুদ্ধে পুলিশকে আরও জোরদার ভূমিকা নিতে বলা হয়েছে৷বৃহস্পতিবার রাতে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় বাসের জন্য অপেক্ষারত এক গারো মেয়েকে মাইক্রোবাসে তুলে নিয়ে পাঁচ ব্যক্তি দেড়ঘন্টা ধরে ধর্ষণ করে৷ পরে তারা মেয়েটিকে উত্তরার জসিম উদ্দিন রোডে ফেলে রেখে যায়৷এ ঘটনার পর শুক্রবার ভাটারা থানায় মামলার পর স্বাস্থ্য পরীক্ষায় মেয়েটিকে ধর্ষণের আলামতও পাওয়া যায়৷

বৈঠকে পহেলা বৈশাখে টিএসসিতে যৌন নিপীড়ন এবং ২৬ ফেব্রুয়ারি লেখক অভিজিত্‍ রায়ের হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ নিজেদের কোনো গাফিলতি ছিল না বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে৷গত ২২ মার্চ কমিটির বৈঠকে অভিজিত্‍ রায়ের ওপর হামলার সময় পুলিশের ‘নিষি্ক্রয়তা বিষয়ে জবাব চাওয়া হয়৷ বৈঠকে নারী নিপীড়নের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে৷সংসদীয় কমিটির সভাপতি টিপু মুনশি বলেন, পুলিশ বলেছে তাদের কোন গাফিলতি ছিল না৷ তারা নিজেরা এ বিষয়ে তদন্ত করেছে৷ হত্যকাণ্ডের বিষয়টি নিয়ে এখনও তদন্ত চলছে৷ আমরা দ্রুত এর তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জন্য বলেছি৷

নারী নিপীড়নের বিষয়ে তিনি বলেন, পুলিশকে বলা হয়েছে, এ ঘটনায় আইজিপি ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কথার মধ্যে মিল নাই৷ পুলিশ কাউকে খুঁজে পাচ্ছে না বলছে৷ আবার পরে কয়েকজনের ছবি দিয়ে পুরষ্কার ঘোষণা করা হল৷ এরকম কেন হচ্ছে? যেটা সত্য, সেটা প্রকাশ করা হোক৷সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তার সাথে জড়িত ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিপ্রদান এবং পুলিশ বাহিনীকে কর্তব্য পালনে আরও তত্‍পর হওয়ার সুপারিশ করা হয়৷

টিপু মুন্সী বলেন, পুলিশের পক্ষ থেকে আইজিপি যে কথা বলেছেন তার সঙ্গে প্রতিমন্ত্রীর বক্তব্যে বেমিল রয়েছে৷ তাছাড়া পুলিশের পক্ষ থেকে তদন্ত কমিটির একটি রিপোর্ট আমাদের দেওয়া হয়েছে, সেই রিপোর্টে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, পহেলা বৈশাখে নারী লাঞ্ছনা ও অভিজিত্‍ হত্যাকাণ্ডে পুলিশের কোনো গাফিলতি ছিলো না৷বৈঠক শেষে টিপু মুন্সী বলেন, বৈঠকে বর্ষবরণের দিন শাহবাগের নারী লাঞ্ছনা ও অভিজিত্‍ হত্যাকাণ্ডসহ সমপ্রতি কয়েকজন ব্লগার হত্যার বিষয়ে আলোচনা হয়৷ আমাদের কাছে যে তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে, তাতে স্পষ্ট বলা আছে, এসব হত্যাকাণ্ডের সময় পুলিশের দায়িত্বে কোনো গাফিলতি ছিলো না৷ তারপরও কমিটির পক্ষ থেকে আরও গভীরভাবে তদন্ত করতে বলা হয়েছে৷দশ বিশিষ্ট নাগরিকের হত্যা হুমকির বিষয়টি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে টিপু মুন্সী বলেন, যে দশজন ব্যক্তিকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, তারা কমবেশি সবার কাছেই পরিচিত৷ তাই আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বে সঙ্গে দেখতে বলা হয়েছে৷ পুলিশকে বলা হয়েছে, কোনো ঘটনা ঘটার আগেই তাদের নিরাপত্তা জোরদার করতে হবে৷ ঘটনা ঘটে যাওয়ার পর নিরাপত্তা বাড়িয়ে লাভ কি?আদিবাসী তরুণী ধর্ষণের ঘটনায় একজন গ্রেফতার হয়েছে৷ গ্রেফতারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলেই প্রকৃত তথ্য বেরিয়ে আসবে৷ এজন্য দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে, বললেন টিপু মুন্সি৷এদিকে বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তাদের মিডিয়ায় কথা বলার ব্যাপারে সর্তকতা অবলম্বন করতে বলেছেন বলে জানা গেছে৷ এ বিষয়ে আসাদুজ্জামান খান কামালের বলেছেন, কোনো ঘটনা ঘটার পরেই পুলিশের ঊর্দ্ধতন ব্যক্তিরা নানা মন্তব্য করে বসেন৷ তাই মিডিয়াতে কথা বলার ক্ষেত্রে সর্তক থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, রংপুর ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ গঠনের সরকারি নীতিগত সিদ্ধান্তের চূড়ান্ত পর্যায়ে রয়েছে৷

এছাড়া কমিটি বাংলাদেশ পুলিশ বাহিনীতে ৫০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে৷ বৈঠকে পুলিশ বাহিনীর যানবাহন সমস্যা সমাধানের জন্য মন্ত্রণালয়ের দীর্ঘসূত্রিতা অবসানের পাশাপাশি বৈদেশিক ঋণ ও অনুদানের মাধ্যমে যানবাহন ক্রয় করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়৷

আগামী ২৪ নভেম্বর মধ্যে সব পাসপোর্টধারী নাগরিককে মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) আওতায় আনার লক্ষ্যে কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করা হয়েছে৷ বৈঠকে উপস্থিত ছিলেন, কমিটি সদস্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শামসুল হক টুকু, মো. ফরিদুল হক খান, আবুল কালাম আজাদ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ফখরুল ইমাম, কামরুন নাহার চৌধুরী৷এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷