দৈনিকবার্তা-ঢাকা, ২৪ মে: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১১৬তম জন্মবার্ষিকী ২০১৫ উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে প্রতিদিন সন্ধ্যা ৬.৩০টায় আগামী ২৫ মে জাতীয় নাট্যশালা মিলনায়তনে এবং ২৬ মে একাডেমীর জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২৫ মে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী এর সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করবেন জনাব আহম্মদ রফিক এবং ড. করুনাময় গোস্বামী।
আলোচনা শেষে সমবেত সঙ্গীত পরিবেশ করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর প্রশিক্ষণ বিভাগের শিশুশিল্পী ও ভাওয়াইয়া প্রশিক্ষণার্থী দল, সমবেত নৃত্য বাংলাদেশ শিল্পকলা একাডেমীর রেপার্টরি নৃত্য দল ও মীনু হকের পরিচালনায় পল্লভী নৃত্য সংগঠন, ফারহানা চৌধুরী বেবীর পরিচালনায় নৃত্যনাট্য হাজার তারের বীনা, একক সঙ্গীত শিল্পী সালাউদ্দিন আহমেদ, খিলখিল কাজী, এম এস মান্নান, বুলবুল মহলানবীশ, জান্নাতুল ফেরদৌস লাকী, শবনম মোস্তারী, শারমীন সুলতানা (দৃষ্টি প্রতিন্ধী), রাহাত আরা গীতি, একক আবৃত্তি শিল্পী ডালিয়া আহমেদ ও মীর বরকত। অনুষ্ঠানটি উপস্থাপনায় থাকবেন রোকেয়া প্রাচী ও রফিকুল ইসলাম। ২৬ মে সন্ধ্যা ৬.৩০টায় একাডেমীর জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে সমবেত সঙ্গীত পরিবেশন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর রেপার্টরি গানের দল ও নজরুল ইন্সটিটিউট, সমবেত নৃত্য পরিবেশন করবে মুনমুন আহমেদ এর পরিচালনায় রেওয়াহ পারফমির্ং আর্ট সেন্টার, লায়লা হাসানের পরিচালনায় নটরাজ এবং আনিসুল ইসলাম হিরুর পরিচালনায় সৃষ্টি কালাচারাল একাডেমী, একক সঙ্গীত পরিবেশন করবে শিল্পী খালিদ হোসেন, ফাতেমা তুজ জোহরা, রেবেকা সুলতানা, সুমন চৌধুরী, নাসিমা শাহীন ফ্যান্সি, অনিন্দিতা রায়, ডালিয়া নওশিন, মফিজ, শামীমা পারভীন শিমু, রওশন আরা সোমা, সঞ্জয় কবিরাজ ও সোনিয়া আলী মিতু (দৃষ্টি প্রতিবন্ধী), একক আবৃত্তি শিল্পী লায়লা আফরোজ, শিমুল মোস্তফা ও ফয়জুল্লাহ সাঈদ। অনুষ্ঠানটি উপস্থাপনায় থাকবেন আসলাম শিহির ও ফারিয়া দিলশাদ মৌ।