bogra pic (3)  06.4.15_73325

দৈনিকবার্তা-ঢাকা, ২৪ মে: দিনাজপুরসহ দেশের বিভিন্নস্থানে কাল বৈশাখী ঘুর্ণিঝড়ে ৯ জন নিহত হয়েছে৷দিনাজপুরে ঘুর্ণিঝড়ে গর্ভবতী মহিলা ও নান-নাতিসহ ৫ জন নিহত হয়েছে৷ আহত হয়েছে অর্ধশতাধিক৷ ক্ষতিগ্রস্থ হয়েছে শত শত ঘরবাড়ী, ভেঙ্গে ও উপড়ে গেছে হাজার হাজার গাছ৷ বৈদুত্যিক খুটি ভেঙ্গে পড়ে বিভিন্ন স্থানে বিদু্যত্‍ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে৷ এছাড়াও মহাসড়কে গাছ ভেঙ্গে পড়ায় দিনাজপুর-ঢাকা মহাসড়কে যোগাযোগে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে৷ গতরাতে দু’দফায় ঘুর্ণিঝড়ের তান্ডব শুরু হয় দিনাজপুরের সদর, ফুলবাড়ী, চিরিরবন্দর, নবাবগঞ্জসহ বেশ কয়েকটি উপজেলায়৷ ঘৃর্ণিঝড়েরর তান্ডবে দেয়াল ধ্বসে ও গাছ চাপা পড়ে নিহত হয়েছে ৫ জন৷ এরা হচ্ছে- ফুলবাড়ী উপজেলার খয়েরপুকুর গ্রামের মুকুল চন্দ্র রায়ের গর্ভবতী স্ত্রী মিতু রায় (২২) নবাবগঞ্জ উপজেলার হাতিশাল গ্রামের নানা সিরাজুল ইসলাম (৬০) ও তার নাতী সাবি্বর (৮) এবং চিরিরবন্দর উপজেলার কামারপাড়া গ্রামে এবং সুকদেবপুর গ্রামে ২ মহিলা নিহত হয়েছে৷

এদিকে ঝড়ে দিনাজপুর সদর, চিরিরবন্দর, ফুলবাড়ী, নবাবগঞ্জসহ বেশ কয়েকটি উপজেলার শত শত ঘরবাড়ী বিধ্বস্ত হয়৷ উপড়ে ও ভেঙ্গে পড়েছে হাজার গাছপালা৷ এতে লিচু ও আমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ এছাড়াও দিনাজপুর সদর উপজেলার নশিপুর গ্রামসহ বিভিন্ন স্থানে বৈদুতিক খুটি ভেঙ্গে পড়ায় বিভিন্ন স্থানে বৈদু্যতিক সংযোগ বিচ্ছিন্ন রয়েছে৷ দিনাজপুর-ঢাকা মহাসড়কের উপর গাছ ভেঙ্গে পড়ায় যোগাযোগে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে৷ সৃষ্টি হয়েছে যানজট৷

রংপুর: রংপুরের পীরগঞ্জে ট্রাকের ধাক্কায় কামরুজ্জামন (২২) নামে এক মাইক্রোবাস যাত্রী নিহত হয়েছেন৷ এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন৷ নিহত কামরুজ্জামান মিঠাপুকুর উপজেলার চেংমারী গ্রামের বাসিন্দা৷ স্থানীয়রা জানায়, রবিবার ভোর ৫ টায় পীরগঞ্জ উপজেলার রংপুর-বগুড়া আঞ্চলিক মহাসড়কের আংগার ব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে৷ রংপুর জেলা পুলিশ কন্ট্রোল রুম অপারেটর মো. ফরহাদ জানান, পীরগঞ্জ থেকে রংপুরে আসার পথে একটি ট্রাক মাইক্রোবাসটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়৷ এতে মাইক্রোবাসে থাকা যাত্রী কামরম্নজ্জামান ঘটনাস্থলেই মারা যান৷ পীরগঞ্জ থানার ওসি বিষয়টি নিশ্চত করে জানান, লাশটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়না তদনত্মের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে৷ আহত ব্যক্তির তাত্‍ক্ষণিক নাম-পরিচয় পাওয়া যায়নি৷ তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্‍সা দেওয়া হচ্ছে৷ এদিকে শনিবার রাত ৯ টায় প্রচ- বেগে উত্তর ও পশ্চিম দিক থেকে বয়ে আসা ঘূর্ণিঝড়ে রংপুর নগরীর সাতমাথা এলাকায় গাছে চাপা পড়ে অজ্ঞাত এক পথচারীর মৃতু্য হয়েছে৷ এ ছাড়াও ঘূর্ণিঝড়ের কবলে পড়ে আহত হয়েছেন প্রায় ২৯ জন৷ আহতদের মধ্যে ৭জনের অবস্থা আশংকাজনক বলেও জানা গেছে৷ ঘূর্ণিঝড়ে জেলার আটটি উপজেলায় ব্যাপক ক্ষতি হয়েছে ও অসংখ্য গাছ-পালা উপড়ে গেছে৷ বর্তমানে পুরো জেলায় বিদু্যত্‍ বিচ্ছিন্ন রয়েছে৷

জয়পুরহাট : জয়পুরহাটে প্রচন্ড ঝড় ও শিলাবৃষ্টিতে দেওয়াল চাপা পড়ে জাহিদুল (৩৬) নামে ১জন নিহত হয়েছে৷ এ ঘটনায় কমপক্ষে আরো ১০জন আহত হয়েছে৷শনিবার রাতে এ ঘূর্ণিঝড় হয়৷ আহতদের মধ্যে ৩জনকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের ভর্তি করা হয়েছে৷ এদিকে ঝড় ও শিলাবৃষ্টিতে লন্ডভণ্ড হয়ে গেছে জেলার অধিকাংশ এলাকা৷হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত জাহিদুল একজন হোটেল শ্রমিক৷ শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন হারাইল এলাকায় অস্থায়ীভাবে বসবাস করে জয়পুরহাট বাস টার্মিনালের পাশ্ববর্তী একটি হোটেলে চাকুরি করতো৷ তার বাড়ি গাইবান্ধা জেলায়৷ রাতেই তার মৃতদেহ হাসপাতাল থেকে নিজ বাড়ি গাইবান্ধায় নিয়ে গেছে স্বজনরা৷ রাত ১টার দিকে হয়ে শুরু হয়ে প্রায় আধঘন্টা স্থায়ী এ ঝড় ও শিলাবৃষ্টিতে জনজীবন যেন বিপর্যস্ত হয়ে পড়েছে ৷ ওই সময় জেলার পাঁচটি উপজেলার কমবেশি অন্তত: ২সহস্রাধিক কাঁচা ও পাকা ঘরবাড়ির দেয়াল পড়ে গেছে৷ এছাড়া ওই সময়ে উড়ে গেছে অসংখ্য টিন ও খড়ের চালা৷ ভেঙে ও উপড়ে পড়েছে শত শত বিভিন্ন গাছ ও গাছের ডালপালা৷ শতাধিক বৈদুতিক খুঁটি উপড়ে পড়ায় রাত থেকেই বিচ্ছিন্ন হয়ে গেছে জেলার বিদুত্‍ সংযোগ৷ ঝড় ও শিলাবৃষ্টির কারণে চলতি মৌসুমে জেলার পুরো এলাকার মাঠের পাকা বোরো ধান, পাট, কলাসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে৷

কঙ্বাজার : কঙ্বাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের খামার পাড়ায় বজ্রপাতে মিজানুর রহমান (১৮) নামে এক শ্রমিক নিহত হয়েছে৷ রোববার সকাল ৯টায় এ ঘটনা ঘটে৷ এসময় বজ্রপাতে তার বাবা রহমত আলী গুরুতর আহত হয়েছে৷ চৌফলদন্ডীর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলম জানান, খামার পাড়ার বাসিদ্দা রহমত আলী ও তার ছেলে মিজানুর রহমান সকালে লবণ চাষ করার জন্য মাঠে কাজ করছিলেন৷ এসময় ঝড়ো হাওয়ার সাথে বেশ কয়েকটি বজ্রপাত হয়৷ এক পর্যায়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মিজানুর রহমানের (১৮) মৃত্যু হয়৷ গুরুতর আহত হয় ছেলে রহমত আলী৷ পরে স্থানীয়রা আহত রহমত আলীকে কঙ্বাজার সদর হাসপাতালে ভর্তি করে৷