FBCCI-1424346537

দৈনিকবার্তা-ঢাকা, ২৪ মে: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই)২০১৫-১৭ সালের পরিচালনা পর্ষদের নির্বাচনে চেম্বার গ্র“প ও অ্যাসোসিয়েশন গ্র“পের ফলাফল পাওয়া গেছে। দ্য ফেডারেশন অব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ২০১৫-১৭ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ নেতৃত্বাধীন উন্নয়ন পরিষদ প্যানেল।এ প্যানেল থেকে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্র“পে মোট ৩২ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। এর মধ্যে ২৫ জন বিজয়ী হয়েছেন; যাদের ১২ জন হয়েছেন চেম্বার গ্র“প থেকে এবং ১৩ জন অ্যাসোসিয়েশন গ্র“প থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন। এফবিসিআইয়ের বর্তমান সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী নেতৃত্বাধীন স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ থেকে চেম্বার গ্র“প থেকে নির্বাচিত হয়েছেন ৪ জন এবং মোয়াজ্জেম-এরতেজা-শাফকাত হায়দার নেতৃত্বাধীন ব্যবসায়ী ঐক্য পরিষদ থেকে অ্যাসোসিয়েশন গ্র“পে ৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন।

শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মতিঝিল ফেডারেশন ভবনে নির্বাচনের ভোট গ্রহণ হয়। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আলী আশরাফ জানান, এফবিসিসিআই নির্বাচনে ৯৫ শতাংশ ভোট পড়েছে। ২০১৫-১৭ সালের কার্যকরী পরিষদের নির্বাচনে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপের মোট ভোটার ছিলেন ২ হাজার ২০৬ জন। এরমধ্যে ভোট দিয়েছেন ১৯৫১ জন ভোটার। চেম্বার গ্রুপের ৪৩৬টি ভোটের মধ্যে পড়েছে ৪১৮টি। অপরদিকে অ্যাসোসিয়েশন গ্র“পে ১৭৬৬ ভোটের মধ্যে পড়েছে ১৫৩৩টি।শনিবার রাত ৮টা থেকে চেম্বার গ্র“েিপর ভোট গণনা শুরু হয়। রাত সাড়ে ১১টায় চেম্বার গ্র“পের ফলাফল প্রকাশিত হয়। এরপর রাত ২টা থেকে অ্যাসোসিয়েশন গ্র“পের ভোট গণনা শুরু হয় এবং তা শেষ হয় সকাল ৭টায়। এরপর নির্বাচন পরিচালনা বোর্ড ফলাফল ঘোষণা করে।

উন্নয়ন পরিষদের অ্যাসোসিয়েশনগ্র“প থেকে নির্বাচিতরা: এফবিসিসিআইয়ের বর্তমান সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন (১০৯৩), বাংলাদেশ সেকেন্ডারি কোয়ালিটি টিনপ্লেট ইমপোটার্স অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের মো. নিজাম উদ্দিন রাজেশ (১০৭৮), গ্রে অ্যান্ড ফিনিশড ফেব্রিক্স মিলস এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের হারুন-অর-রশিদ (১০৪৫), বেসিসের সভাপতি শামীম আহসান (১০৩৮), বাংলাদেশ প্লাস্টিক প্যাকেজিং অ্যাসোসিয়েশনের আবু মোতালেব (১০১৮), বাংলাদেশ রিকন্ডিশন ভেহিক্যাল ইমপোর্ট অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের মো. হাবিব উল্ল্যাহ ডন (১০১২), ফার্নিচার এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের কে এম আকতারুজ্জামান (৯৭৬), জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প অ্যাসোসিয়েশনের শোয়েব চৌধুরী (৯৭০), বাংলাদেশ কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশনের মো. মুনতাকিম আশরাফ (৯৬৭), বাংলাদেশ ফ্রুটস ভেজিটেবল অ্যান্ড এলাইড প্রোডাক্টস এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের এস. এম জাহাঙ্গীর হোসেন (৯৬৬), আউটসোর্স অ্যান্ড লজিস্টিক সার্ভিস অ্যাসোসিয়েশনের মো. আবু নাসের (৯৫১), বাংলাদেশ পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিপণন সমিতির মো. আমিন হেলালী (৯০৪), পেপার ইমপোর্ট অ্যাসোসিয়েশনের মো. সফিকুল ইসলাম ভরসা (৮৬৯)।

ব্যবসায়ী ঐক্য পরিষদের অ্যাসোসিয়েশন গ্র“প থেকে নির্বাচিতরা: বাংলাদেশ অটো স্পেয়ার পার্স মার্চেন্ট অ্যাসোসিয়েশনের আবুল আয়েস খান (৯৩৬), ফোর স্ট্রোক সিএনজি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের খন্দকার রুহুল আমিন (৯০৬), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের মো. শাফকাত হায়দার (৮৯০)।এরআগে শনিবার রাত সাড়ে ১১টায় চেম্বার গ্র“পের ফলাফল প্রকাশ করেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আলী আশরাফ।

চেম্বার গ্র“প থেকে উন্নয়ন পরিষদের যারা নির্বাচিত হয়েছেন: ময়মনসিংহ চেম্বারের মো. আমিনুল হক শামীম (৩৩৫), চুয়াডাঙ্গা চেম্বারের দিলীপ কুমার আগারওয়ালা (৩১৮), কিশোরগঞ্জ চেম্বারের গাজী গোলাম আসরিয়া (৩১২), গোপালগঞ্জ চেম্বারের শেখ ফজলে ফাহিম (২৯৬), বরিশাল চেম্বারের মো. নিজাম উদ্দিন (২৯৫), নরসিংদী চেম্বারের প্রবীর কুমার সাহা (২৮৫), সুনামগঞ্জ চেম্বারের মো. নুরুল হুদা মুকুট (২৬৪),বাংলাদেশ ওমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের হাসিনা নেওয়াজ (২৫৫), মেহেরপুর চেম্বারের নাগিবুল ইসলাম দিপু (২৪৯), নারায়ণগঞ্জ চেম্বারের মো. বজলুর রহমান (২৪০), গাজীপুর চেম্বারের মো. আনোয়ার সাদাত সরকার (২৩৯), জামালপুর চেম্বারের রেজাউল করিম রেজনু (২১৩)।এছাড়া স্বাধীনতা পরিষদের লিডার ও বর্তমানে প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী ২৯৩ ভোট পেয়ে ৬ষ্ঠ স্থান, মানিকগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির তাবারাকুল তোসাদ্দেক হোসেন খান টিটু ২৩৩ ভোট পেয়ে ১৪তম স্থান এবং কুমিল্লা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মাসুদ পারভেজ খান (ইমরান) ২৪৬ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন।