দৈনিকবার্তা-নীলফামারী, ২৩ মে: আকাশপথে যাত্রী পরিবহনে সুবিধা বাড়াতে জাতীয় পতাকাবাহী আরও একটি বিমান সৈয়দপুর- ঢাকা রুটে চালু হচ্ছে। চলতি মাসের ২৬ মে যাত্রীবাহী এ ফ্লাইটের শুভ যাত্রা শুরু হ”েব। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি সকাল ১০টায় সৈয়দপুরের উদ্দেশ্যে আকাশে উড়াল দিবে। সকাল ১০টা ৫০ মিনিটে অবতরণ করবে সৈয়দপুর বিমানবন্দরে। এ বিমানবন্দরে যাত্রী উঠানামা করার জন্য ২৪ মিনিট বিরতি দেয়া হবে।
সাধারণ যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে টিকেটের মূল্য সহনীয় পর্যায়ে রাখা হয়েছে। বিমানটিতে আসন সংখ্যা থাকছে ৭৪টি। এই বিমানে ইকোনমি ক্লাসে ৩ হাজার ১শ’ বাণিজ্যিক ক্লাসে ৩ হাজার ৫শ’ ও ভিআইপি টিকেটের মূল্য ৩ হাজার ৯শ’ টাকা করা হয়েছে। যাত্রীবাহী সরকারি এই বিমানসহ বেসরকারি মিলিয়ে চারটি ফ্লাইট ঢাকা- সৈয়দপুর রুটে চলাচল করবে। ইতোমধ্যে জাতীয় পতাকাবাহী বিমান ময়ুরপঙ্খী সপ্তাহে বৃহস্পতি, শনি ও সোমবার এ রুটে চলাচল করছে।
সৈয়দপুর-ঢাকা-সৈয়দপুর রুটে নতুন ফ্লাইট চালুর বিষয়ে বিমান বাংলাদেশের সৈয়দপুর জেলা অফিসের ব্যবস্থাপক (বিক্রয়) আবু আহমেদ জানান, সাধারণ যাত্রীদের দুর্দশা লাঘবে সরকারের নীতি নির্ধারক মহল বিমান কর্তৃপক্ষ আরও একটি ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে। বিমানযাত্রীরা সহজে টিকেট কিনতে পারেন সেজন্য রংপুর বিভাগের ৮টি জেলার মধ্যে ঠাকুরগাঁও জেলায় ২টি, নীলফামারী, কুড়িগ্রাম ও দিনাজপুর জেলায় একটি করে বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে।