দৈনিকবার্তা-সিডনী, ২৩ মে: সলোমন দ্বীপপুঞ্জের অদূরে শনিবার ভোরে দুটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এ দ’ুটির মাত্রা ছিল ৬.৮। তবে এ ঘটনায় প্রাথমিকভাবে কোন ক্ষতির খবর পাওয়া যায়নি এবং কোন সুনামি সতর্কতা সংকেতও জারি করা হয়নি। মার্কিন ভূতত্ত্ববিদরা একথা জানিয়েছেন।
প্রথম ভূকম্পনটি কিরাকিরা থেকে ২০৫ কিলোমিটার এবং রাজধানী হোনিয়ারা থেকে ৪৪৮ কিলোমিটার দূরে ১০ কিলোমিটার (৬মাইল) গভীরে আঘাত হানে। এর দুই ঘন্টা পর দ্বিতীয় ভূমিকম্পটি কিরাকিরা থেকে প্রায় ১৫৯ কিলোমিটার দূরে আঘাত হানে। খবর এএফপি’র। হাওয়াই ভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, শনিবারের ভূমিকম্প দু’টির প্রভাবে প্রশান্ত মহাসাগরে কোন সুনামির আশঙ্কা নেই।
ভূকম্পবিদ মার্ক লিওনার্দ জানান, ‘একদম কাছাকাছি’ দুটি বড় ভূমিকম্পের ঘটনা সামান্য অস্বাভাবিক হলেও অঞ্চলটিতে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে।
২০১৩ সালে সলোমন দ্বীপপুঞ্জে একটি ৮ মাত্রার ভূমিকম্পের পর সুনামি আঘাত হানে। এতে অন্তত ১০ জনের মৃত্যু হয় ও বহু বাড়িঘর ধ্বংস হওয়ায় কয়েক হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়ে।