unnamed164
দৈনিকবার্তা-যশোর, ২৩ মে: যশোরের সাংবাদিক এস কে জমির আহমেদ টুন গতকাল শুক্রবার রাত সোয়া ১১ টায় ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ….রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী চারমেয়ে, নাতি-নাতনি, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ আসর নামাজে জানাজা শেষে কারবালা কবর স্থানে তাকে দাফন করা হবে। এস কে জমির আহমেদ টুন স্থানীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যশোর প্রেসক্লাবের সিনিয়র সদস্য ছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়ে বিবৃৃতি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম সম্পাদক ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক এস এম তৌহিদুর রহমান এবং যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি সাজ্জাদ গনি খাঁন রিমন।