দৈনিকবার্তা-রাজশাহী, ২৩ মে: দরিদ্র এবং অতি দরিদ্র লোকদের জীবনমান উন্নয়নের জন্য রাজশাহী সিটি করপোরেশনের আসন্ন বার্ষিক বাজেটে বিশেষ বরাদ্দ দেয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন বাজেট-পূর্ব এক আলোচনায় বক্তারা।বক্তারা বলেন, নগরীর সুবিধা বঞ্চিত এবং দুস্থ মানুষ, বিশেষ করে বস্তিতে বসবাসকারী মানুষ যোগাযোগ, পয়ঃনিষ্কাশন, নিরাপদ খাবার পানি, গৃহায়ন, প্রাথমিক শিক্ষা এবং খাদ্য নিরাপত্তার মতো বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এবং সমস্যায় জর্জরিত। ফলে রাজশাহী সিটি করপোরেশনকে বিদেশী সহায়তায় পরিচালিত প্রকল্পের ওপর নির্ভরতার পরিবর্তে নিজেকেই দায়িত্ব নিতে হবে।
নগর ভবন সম্মেলন কক্ষে শনিবার আয়োজিত ২০১৫-১৬ বাজেটে দরিদ্রমুখী বরাদ্দ বৃদ্ধির জন্য প্রাক-বাজেট আলোচনা শিরোনামে বক্তারা এ কথা বলেন।ইউএনডিপি এবং ইউকেএইড ও ইউএন হ্যাবিট্যাট-এর সহায়তায় রাজশাহী সিটি করপোরেশন কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটি ফেডারেশন এন্ড আরবান পার্টনারশীপ ফর পোভার্টি রিডাকশন প্রজেক্ট (ইউপিপিআরপি)-এর যৌথ উদ্যোগে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।নগরীতে প্রায় তিন লাখ দরিদ্র এবং অতি দরিদ্র লোকদের বিশেষ করে নারী ও কিশোরীদের জীবনমান উন্নয়নে ইউপিপিআরপি কাজ করছে।রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আজহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে এলজিআরডি’র সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার আলী আহমেদ রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড কাউন্সিল মুস্তাক হোসেন রতন, আবদুল হামিদ সরকার এবং খায়রুজ্জামান ও ইউপিপিআরপি’র সদস্য-সচিব ইঞ্জিনিয়ার নুর ইসলাম।অনুষ্ঠানটি পরিচালনা করেন টাউন ম্যানেজার মাহবুবুল আলম। অনুষ্ঠানে মাহবুবুল আলম একটি ধারণাপত্র উপস্থাপন করেন।