দৈনিকবার্তা-পঞ্চগড়, ২৩ মে: পঞ্চগড় জেলার দেবীগঞ্জে গণসাহায্য সংস্থা কৃর্তক পরিচালিত আনন্দ নিকেতন প্রাথমিক বিদ্যালয়গুলো ব্যাপক সাড়া পেয়েছে। জেলার ৫টি উপজেলার ৪৩টি ইউনিয়নে ৭৯টি আনন্দ নিকেতন প্রাথমিক বিদ্যালয় চালু রয়েছে। গণসাহায্য সংস্থা পঞ্চগড় অফিসের শিক্ষা কর্মসূচি এরিয়া কো-অর্ডিনেটর আব্দুর রাজ্জাক জানান, পঞ্চগড় জেলায় ১০৭টি বিদ্যালয় রয়েছে।
তিনি বলেন, আমরা বিদ্যালয়গুলো ফিরে পাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছি। পঞ্চগড় জেলায় ৯ হাজার শিক্ষার্থী আনন্দ নিকেতন প্রাথমিক বিদ্যালয়ে পড়া-শুনা করছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দূরত্বের কারণে যে সব শিক্ষার্থী ঝরে পড়ে যায় তাদের চিহ্নিত করে আনন্দ নিকেতন বিদ্যালয়ে ভতির্ করা হয়। ২শ’ ৩৭ জন শিক্ষক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠ দান করান। বিদ্যালয়গুলোর সার্বিক দেখা শুনা-শুনার জন্য জেলায় ১৯ জন সুপার ভাইজার রয়েছে। কাতার ফাউন্ডেশনের সহযোগিতায় এসব বিদ্যালয়গুলো গণসাহায্য সংস্থা কৃর্তক পরিচালিত হচ্ছে।
দেবীগঞ্জ উপজেলার সুপারভাইজার রহিমা আকতার বলেন, শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা উপকরণ দেয়া হচ্ছে এবং তাদেরকে আন্তরিকতার সাথে পাঠদান শিখানোর ফলে ঝরেপড়া শিক্ষার্থীর হার কমে আসছে। ঝরেপড়া শিক্ষার্থীরা আনন্দ নিকেতন বিদ্যালয়ে বিনামূল্যে বইসহ যাবতীয় উপকরণ পেয়ে পড়া-শুনা করে আনন্দ পাচ্ছে। দেবীগঞ্জ চেংঠী ইউনিয়নের নগর মা দেখা আনন্দ নিকেতন বিদ্যালয় শিক্ষক তামান্না আকতার বলেন, ঝরেপড়া শিক্ষার্থীদের আমরা ভালোভাবে পড়া-শুনা শিখাচ্ছি। একদিন কোন শিক্ষার্থী স্কুলে না এলে আমরা বাড়ি থেকে তাদেরকে ডেকে নিয়ে আসি। এতে শিক্ষার্থী ও অভিভাবকরা এতে উৎসাহ পাচ্ছে।