দৈনিকবার্তা-ঢাকা, ২৩ মে: বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, জঙ্গিবাদ-মৌলবাদ ও সাম্রাজ্যবাদি আগ্রাসন বিশ্বের জন্য হুমকি।তিনি বলেন, বাংলাদেশের মানুষ যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে ঐক্যবদ্ধ হয়েছে। আর সে কারণেই বাংলার মাটিতে তাদের বিচার করা সম্ভব হচ্ছে। এজন্য দল-মত-নির্বিশেষে তিনি সবাইকে আরও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান
রাশেদ খান মেনন শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ শান্তিপরিষদ আয়োজিত বঙ্গবন্ধুর জুলিও-কুরি শান্তিপদক প্রাপ্তির ৪২তম বার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধুর আদর্শ ও বিশ্ব শান্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মোজাফফর হোসেন পল্টুর সভাপতিত্বে আলোচনা সভায় মুক্তিযুদ্ধ জাদুঘরের পরিচালক ড. সরওয়ার আলী, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বক্তব্য রাখেন।রাশেদ খান মেনন আরো বলেন, জঙ্গিবাদ ও মৌলবাদের পাশাপাশি সাম্রাজ্যবাদী আগ্রাসন বিশ্বের জন্য যেমন হুমকিস্বরূপ, তেমনি বাংলাদেশের জন্যও বিপজ্জনক। তাই এই আগ্রাসনকে রুখে দিতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।