দৈনিকবার্তা-ময়মনসিংহ, ২২ মে: ময়মনসিংহের গফরগাঁওয়ে মসজিদে যাওয়ার রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। পুলিশ এ ঘটনায় দু’জনকে আটক করেছে। শুক্রবার উপজেলার পাগলা থানার উস্থি ইউনিয়নের শিউলি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আব্দুস সামাদ ওরফে কালু খাঁ (৬০) ও সামাদ খাঁ (৫৫)।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ওই এলাকায় মসজিদের রাস্তা নির্মাণের জন্য জায়গা নিয়ে স্থানীয় মীর ও খাঁ গোষ্ঠীর মাঝে দীর্ঘদিন যাবত দ্বন্ধ চলে আসছিল। এ দ্বন্ধের জের ধরে শুক্রবার সকাল ১০ টার দিকে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে এ থেকেই সংঘর্ষ বাধে। সংঘর্ষে প্রতিপক্ষের বল্লমের আঘাতে ঘটনাস্থলেই আব্দুস সামাদ ওরফে কালু খাঁ নিহত হন। আর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে মারা যান সামাদ খাঁ। ঘটনার সত্যতা নিশ্চিত করে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আমিন খান জানান, এ ঘটনায় লিয়াকত ও সজল মীর নামের দু’জনকে আটক করা হয়েছে। তারা সরাসরি হত্যাকান্ডের সঙ্গে জড়িত।