???????????????????????????????

দৈনিকবার্তা-চুয়াডাঙ্গা, ২২ মে: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পৃথক ৩ সীমান্তে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ হাজার বোতল ফেনসিডিলসহ একটি ট্রাক জব্দ করেছে বিজিবি।

এ ব্যাপারে দামুড়হুদা মডেল থানায় পৃথক ২ টি মামলা করেছে বিজিবি। বৃহ¯পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে এসব আটক করে বিজিবি।চুয়াডাঙ্গা ৬ বিজিবি পরিচালক লে. কর্ণেল এসএম মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সকাল সাড়ে ৬ টার দিকে দামুড়হুদার মুন্সিপুর সীমান্ত ফাঁড়ির টহল কমান্ডার হাবিলদার শাহ আলম ও ল্যান্স নায়েক রাসেল সিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে কার্পাসডাঙ্গা কবরস্থানের সন্নিকটে অভিযান চালিয়ে বালি ভর্তি একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১১-৮০২৫) আটক করেন। ট্রাকটি তল্লাশী করে বিজিবি সদস্যরা বালির ভিতর লুকিয়ে রাখা ১ (এক) হাজার ৪৫৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এব্যাপারে ফেনসিডিলের মালিক চুয়াডাঙ্গা সদর উপজেলার রাঙ্গিয়ার পোতার গ্রামের নতুন পাড়ার রহম আলীর ছেলে রুস্তম আলীকে (৪০) পলাতক আসামী করে একটি মামলা করেছে বিজিবি। অপরদিকে, শুক্রবার ভোর রাত ৩টার দিকে সুলতানপুর বিজিবি ক্যা¤েপর কমান্ডার আরাফাত হোসেন নাস্তিপুর সীমান্তে ৫ জন চোরাচালানকারীকে ধাওয়া করলে তারা ৫টি প্লাষ্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে বিজিবি সদস্যরা ৫৩৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।