দৈনিকবার্তা-ঢাকা, ২২ মে: প্রধান শিক্ষকের পরের ধাপেই বেতন স্কেল নির্ধারণসহ ছয় দফা বাস্তবায়নের দাবি জানিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা।শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমাজ আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তারা এ দাবি জানান।
মানববন্ধনে সংগঠনটির সভাপতি তপন কুমার মণ্ডল বলেন, সহকারী শিক্ষকরা অন্য যেকোনও পেশার চাকরিজীবীদের চেয়ে বেশি বৈষ্যমের শিকার হচ্ছেন। কেননা এ পদটি এখনও তৃতীয় শ্রেণির। একজন শিক্ষক কী করে তৃতীয় শ্রেণির কর্মচারী হয়?তিনি আরও বলেন, সমাজ গড়ার কারিগর হিসেবে নিরলস কাজ করে যাই। কিন্তু সম্মান ও ন্যায্য অর্থনৈতিক সুবিধা পাই না। তাই অবিলম্বে ছয় দফা দাবির বাস্তবায়ন চাই।
সহকারী শিক্ষকদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে- সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষকের একধাপ নিচের স্কেল অর্থাৎ গ্রেড ১২ অনুসারে বেতন প্রদান, সদ্য জারিকৃত প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে সহকারী শিক্ষক হিসেবে পদায়ন করে জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি প্রদান, সহকারী শিক্ষকদের মধ্য থেকেই প্রধান শিক্ষক থেকে পরিচালক পদ পর্যন্ত পদোন্নতি প্রদান করা, প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের নিয়োগবিধিতে শিক্ষাগত ে যাগ্যতা একই হওয়ায় পদ দুটিকে একই শ্রেণিতে রাখা, পে- স্কেল, টাইমস্কেল ও সিলেকশন গ্রেড বহাল রাখা, জাতীয়করণকৃত বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্যপদ সহকারী শিক্ষক দিয়ে পূরণ করা।এ মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমাজ এর সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান, সহ-সম্পাদক সাজ্জাদ খুশনবীস, শাহীনুর বেগম, আনিসুর রহমান, নুরে আলম সিদ্দিকী রবিউল প্রমুখ।