images

দৈনিকবার্তা-গৌরনদী (বরিশাল) ২২ মে: নাতীকে হত্যা চেষ্ঠার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করায় বুধবার রাতে স্থানীয় কতিপয় প্রভাবশালীরা এক বীর মুক্তিযোদ্ধাকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি প্রদান করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি জেলার গৌরনদী পৌর এলাকার উত্তর বিজয়পুর মহল্লার। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবে হাজির হয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মুনসুর সিপাহী অভিযোগ করেন, ব্যবসায়ীক বিরোধের জেরধরে তার নাতী ও উত্তর বিজয়পুর গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র সজলকে গত ১৪ মে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষের লোকজনে। বর্তমানে বরিশাল শেবাচিম হাসপাতালে তার নাতী সজল মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তিনি আরও জানান, বিষয়টি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহকে অবহিত করার পর তিনি আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দিয়েছেন। সেমতে, বুধবার দুপুরে গুরুতর আহত সজলের মা তাসলিমা বেগম বাদি হয়ে হামলাকারী আবুল সিকদার, কাইফিন ইসলাম, আরিফ, আকাশ ও সিরাজ সিকদারকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মুক্তিযোদ্ধা অভিযোগ করেন, এতে ক্ষিপ্ত হয়ে বুধবার রাতে আসামি ও তাদের ভাড়াটিয়া লোকজনে গৌরনদী বাসষ্ট্যান্ডে বসে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে অভিযোগ প্রত্যাহারের জন্য বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি প্রদর্শন করেন। প্রভাবশালীদের হুমকির মুখে তিনি (মুক্তিযোদ্ধা) ও তার পরিবারের সদস্যরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন।