mahabub_963296847

দৈনিকবার্তা-ঢাকা, ২২ মে: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, দেশ এক কঠিন সঙ্কেটে আছে। আমরা সবাই আজ পথহারা।এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কবি নজরুলের জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হতে নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানান তিনি। দেশের বর্তমান রাজনৈতিক-অর্থনৈতিক পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেছেন, পথ হারিয়েছে বাংলাদেশ।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সঙ্গীত প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।বদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১১৬ তম জন্মবার্ষিক উপলক্ষে জিয়া শিশু কিশোর মেলা কেন্দ্রীয় সংসদ এ অনুষ্ঠানের আয়োজন করে।তিনি বলেন, পথ হারিয়েছে বাংলাদেশ। গোটা দেশ এখন অন্ধকার যুগে নিমজ্জিত।

এসময় আত্মশক্তিতে বলীয়ান হয়ে নিজেদের ভবিষ্যত গড়ার পাশাপাশি দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য শিশু-কিশোরদের আহ্বান জানান তিনি। একইসঙ্গে বাবা-মায়েদেরও এ বিষয়ে সচেতন হতে বলেনমাহবুব।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম শিকদার।দিনব্যাপী সঙ্গীত প্রতিযোগিতায় রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ নেবে।

সংগঠনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম শিকদারের সভাপতিত্বে বিএনপির সহ তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক মনির খান এ অনুষ্ঠানে বক্তব্য দেন।