দৈনিকবার্তা-ঢাকা, ২১ মে: দ্য ফেডারেশন অব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টি (এফবিসিসিআই) ২০১৫-১৭ নির্বাচনে স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ ইশতেহার ঘোষণা করেছে। পরিষদের প্যানেল লিডার ও এফবিসিসিআই বর্তমান প্রথম সহ সভাপতি মনোয়ারা হাকিম আলী এ ইশতেহার ঘোষণা করেন।বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে তথ্য ও প্রযুক্তি সম্পন্ন ও যুগোপযোগী এফবিসিসিআই গড়ার লক্ষ্যে ১৫ দফা সম্বলিত একটি ইশতেহার দিয়েছেন মনোয়ারা হাকিম আলী।
মধ্যম আয়ের দেশ গড়ার লক্ষ্যে রুপকল্প ২০২১ বাস্তবায়ন করতে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করা, তথ্য প্রযুক্তি সম্পন্ন এফবিসিসিআই প্রতিষ্ঠা করা, চেম্বারগুলোর আর্থিক উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা অর্জনে সদস্য সংখ্যা বাড়ানো, সদস্যপদ বাধ্যতামূলক করণ, ট্রেনিংসহ সব বিষয়ে সক্ষমতা অর্জন সহায়তা, চেম্বারগুলোর অবকাঠামো বিনির্মাণ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) সেক্টরের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপগ্রহণ, অবকাঠামো উন্নয়ন ও শিল্পায়নের জন্য জেলা চেম্বারগুলোকে সম্পৃক্তকরণ, এফবিসিসিআইর পরিচালকসহ সব পদে সরাসরি নির্বাচনের ব্যবস্থা করা। এফবিসিসিআিই সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি ও সেবার মান উন্নয়ন, ব্যাংক সুদের হার কমানোর দাবী বাস্তবায়ন (সুদের হার কমিয়ে ৯ শতাংশ করা)।
এছাড়া বন্দর নগরীর অবকাঠামোর উন্নয়ন ও নতুন শিল্পায়ন গড়ে তোলা, সাধারণ পরিষদ সদস্যদের এফবিসিসিআই অফিসে গুরুত্বপূর্ন কাজ করতে আলাদা রুম স্থাপন ও সুবিধার উন্নয়ন, আমদানি রপ্তানি, শুল্ক, ভ্যাট ও নানা বিষয়ে ব্যবসায়িদের আইনী সহায়তা প্রদান করতে বিশেষ সেল গঠন, এক পণ্য এক জেলা ব্র্যান্ডিং প্রাতিষ্ঠা করা, নারী উদ্যোক্তা সৃষ্টি ও অর্থনীতির মূলধারার সাথে নারীদের সম্পৃক্তকরণ, সরকারি ও বেসরকারি খাতের যেসব প্রতিষ্ঠান রয়েছে সেগুলোতে এফবিসিসিআই থেকে সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় মনোনয়নের ব্যবস্থা করা হবে।
চেম্বার গ্র“পের পরিচিতি সভায় মনোয়ারা হাকিম আলী বলেন, স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ নির্বাচিত হলে ইশতেহার বাস্তবায়ন করার চেষ্টা করবো। স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ শুধুমাত্র ভোটাদের ভোটের অধিকার রক্ষার জন্য সৃষ্টি হয়েছে। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করুন। আপনাদের ভোট আপনারা দিবেন, যাকে খুশি তাকে দিবেন। এতে ভয় পাওয়ার কিছু নেই।তিনি বলেন,আমি কাজে বিশ্বাস করি। আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে বিভিন্ন জেলা চেম্বারগুলোতে যে কাজ শুরু হয়েছে তা অব্যাহত রাখার সুযোগ দিন। তবে নির্বাচিত না হলেও আপনাদের পাশে (ব্যবসায়ীদের) থেকে কাজ করবো, সহযোগিতা করবো ।