1432207989

দৈনিকবার্তা-ঢাকা, ২১ মে: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)কাজী রকিবউদ্দিন আহমদ বলেছেন, তিন সিটি নির্বাচন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) রিপোর্ট খতিয়ে দেখা হবে। তিনি বলেন, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের নির্বাচনী ব্যয় সংক্রান্ত রিপোর্ট হাতে ে পলে যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়াসেন্টারে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সিইসি এ কথা বলেন। মাগুরা-১ আসনের উপ-নির্বাচন উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সিটি নির্বাচনে ২১ গুণ পর্যন্ত বেশি ব্যয় করা হয়েছে মর্মে টিআইবি যে তথ্য প্রকাশ করেছে সে ব্যাপারে সিইসি বলেন, নিশ্চয় আমরা প্রার্থীদের ব্যয়ের হিসাব নেই। ইতোমধ্যে নির্বাচনী ব্যয় জমা দিতে চিঠি দিয়েছি। প্রার্থীদের রিপোর্ট হাতে পেলে আমরা ব্যবস্থা নেব।সিইসি বলেন, কে কত বেশি খরচ করেছে, প্রার্থীরা হিসাব দিলে বুঝতে পারব। তবে এটা দুরুহ ব্যাপার। কারন সব রিপোর্ট হয়তো সঠিকভাবে হয় না।

সিটি নির্বাচন সুষ্ঠু হয়নি, ইলেকশন ওয়ার্কিং গ্র“প ও টিআইবির অভিমত প্রসঙ্গে সিইসি বলেন, ইলেকশন ওয়ার্কি গ্র“প নিজেরা কোনো পর্যবেক্ষণ করে না। তাদের সঙ্গে অনেকগুলো নিবন্ধিত সংস্থা রয়েছে। আমরা প্রত্যেক সংস্থাকে পর্যবেক্ষণের অনুমতি দিয়েছি। এদের মধ্যে দুটি সংস্থার রিপোর্ট আমরা পেয়েছি। তারা বলেছে, দু’একটি বিছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে।

তিনি বলেন, অন্যান্য বাহিনীর মতো সেনাবাহিনীর টহল দেওয়ার কথা নয়, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে তাদের ডাকলে আসত। তবে ডাকার প্রয়োজন পড়েনি।টিআইবি নির্বাচনী ব্যয় নিয়ে যে তথ্য প্রকাশ করেছে সে প্রসঙ্গে সিইসি বলেন, ‘সিটি নির্বাচন নিয়ে টিআইবির রিপোর্টের বিষয়ে সংবাদপত্রে দেখেছি।

এছাড়া তাদের কাছে থেকে একটি রিপোর্ট বুধবার সন্ধ্যায় আমরা পেয়েছি। রিপোর্ট দেখে পর্যালোচনা করা হবে। তাছাড়া আমরা প্রার্থীদের ব্যয়ের হিসাব নেই। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রার্থীরা তাদের ব্যয় রিটার্ন জমা দেয়। ইতোমধ্যে নির্বাচনী ব্যয় জমা দিতে চিঠিও দিয়েছি আমরা। প্রার্থীদের ব্যয়ের রিপোর্ট হাতে পেলে আমরা ব্যবস্থা নেবো।মাগুরা-১ আসনের উপ-নির্বাচন নিয়ে তিনি বলেন, নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রয়েছে। এছাড়া নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। আশা করি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ৩০ মে মাগুরা-১ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আবু হাফিজ, ইসি সচিব সিরাজুল ইসলাম, যুগ্ম-সচিব জেসমীন টুলী, গণসংযোগ বিভাগের পরিচালক এসএম আসাদুজ্জামান প্রমুখ।