BICC9_banglanews24_bg_382034438

দৈনিকবার্তা-ঢাকা, ২১ মে: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ২৬তম কমনওয়েলথ পার্লামেন্টারি সেমিনারের মাধ্যমে যে সকল নতুন ধারণা বেরিয়ে এসেছে তা সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংসদীয় গণতন্ত্রে সকল কার্যক্রমের কেন্দ্রবিন্দু সংসদ উল্লেখ করে তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে সিপিএ ভূক্ত দেশগুলোর সকল সংসদ সদস্যদের একযোগে কাজ করতে হবে।বৃহস্পতিবার সেমিনারের চতুর্থ ও সমাপনী দিনে ‘উপসংহার এবং উত্তরণের উপায়’ শীর্ষক সেশনে সভাপতির বক্তৃতায় বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার এসব কথা বলেন।সেশনে সোয়াজিল্যান্ডের সংসদ সদস্য ও সিপিএ সেক্রেটারিয়েটের প্রতিনিধি মারউইক টি. খুমালো, সিঙ্গাপুরের সংসদ সদস্য লিম বিয়াও চুয়ান, সংসদ সদস্য ব্যারি হাউস ও হিদার কুক প্যানেল বক্তা হিসেবে অংশগ্রহণ করেন।

‘সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালীকরণ’ শীর্ষক মূল প্রতিপাদ্যকে ধারণ করে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪ দিনব্যাপী এ সেমিনার শুরু হয়েছিল গত ১৮ মে। ওইদিন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সেমিনারটি উদ্বোধন করেন। আজ সমাপনী দিনেও তিনি সভাপতিত্ব করেন।স্পিকার শিরীন শারমিন বলেন, এবারের সেমিনারটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও অর্থবহ হয়েছে। সংসদ এবং সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালীকরণের জন্য এ সেমিনারে প্রয়োজনীয় বিষয়াবলী নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা হয়েছে। বিভিন্ন দেশের সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ আলোচনায় সেমিনারটি ছিল প্রাণবন্ত।এর আগে ‘সংসদ, নির্বাহী ও জনগণের মধ্যে সম্পর্ক’ শীর্ষক সেশনে ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক, এমপি, মারউইক খুমালো ও সংসদ সদস্য ব্যারি হাউস, রিসোর্স পার্সন হিসেবে বক্তৃতা করেন।ড. আব্দুর রাজ্জাক এ সেশনে বলেন, সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে। সরকার তার সকল কাজের জন্য সংসদের কাছে দায়বদ্ধ। আর সংসদের মাধ্যমেই জনগণের কাছে নির্বাহী বিভাগের জবাবদিহিতা নিশ্চিত হয়।এছাড়া ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় আর্থিক দায়িত্ব’ শীর্ষক সেশনে ড. মহিউদ্দীন খান আলমগীর, এমপি, অডিটর এন্ড কম্পট্রোলার জেনারেল মাসুদ আহমেদ রিসোর্স পার্সন হিসেবে বক্তৃতা করেন।

ড. মহিউদ্দীন খান আলমগীর বলেন, গণতন্ত্র সংবিধানের মৌলিক স্তম্ভ। রাষ্ট্রের তিনটি স্তম্ভ। নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ। এই তিনটি বিভাগ সমন্বিতভাবে কাজ করলে সকল কর্মকা- সুষ্ঠুভাবে সম্পাদিত হয়। তিনি আরো বলেন, সংসদীয় নজরদারির মাধ্যমে সকল নির্বাহী কর্মকা- ও আর্থিক কর্মকা-ের শৃংখলা নিশ্চিত করা সম্ভব। ব্যাংক, বীমা, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসহ সকল আর্থিক প্রতিষ্ঠান জনস্বার্থে নিয়ম-শৃংখলার ভিতরে রাখতে সংসদীয় কমিটিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় আর্থিক দায়-দায়িত্বকে নিশ্চিত করে।এবারের এ সেমিনারের সবগুলো সেশনে ড. শিরীন শারমিন চৌধুরী অংশগ্রহণ করেন।উল্লেখ্য, চার দিনব্যাপী সেমিনারে বাংলাদেশসহ ১৮টি দেশের ২৬টি শাখার মোট ৩৫ জন পার্লামেন্টারিয়ান ও প্রতিনিধি অংশগ্রহণ করেন।