দৈনিকবার্তা-ভোলা,২১মে : ভোলা পৌর শহরের ঔষুধের দোকানে মোবাইল কোর্টের অভিযানে বিপুল পরিমান নকল ও ভেজাল ঔষুধ জব্দ করেছে । এসময় কাউকে আটক করা না হলেও ৫১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ড্রাগ সুপার মোঃ মাসুদ রানা জানান, বৃহস্পতিবার দুপুরে ভোলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম হাসিনা আক্তারের নেতৃত্বে পুলিশের একটি টিম শহরের সদর রোডের নব আর্দশ ও তিতাস মেডিকেল হলে অভিযান চালায়।
এসময় ওই দুই দোকানে তল্লাশি চালিয়ে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক,নিন্ম মানের ভেজাল শক্তি বর্ধক, মোটাতাজা, যৌন উত্তেজোক, নকল ভিটামিন ঔষুধ,নকল স্যালাইন সহ কয়েক লাখ টাকা মূল্যের ঔষুধ উদ্ধার করে। অবৈধ এসব ঔষুধ রাখার দায়ে নব আর্দশ দোকানকে ৫০ হাজার টাকা ও তিতাস মেডিকেল হলকে ১ হাজার টাকা জড়িমানা করে। পরে জব্দকৃত ঔষুধ জেলা প্রশাসক কার্যালয়ের জেলা প্রশাসক মো. সেলিম রেজার সামনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করেন।