full_297960829_1432199018

দৈনিকবার্তা-ঢাকা, ২১ মে: ব¬গার রাজীব হায়দার শোভন হত্যা মামলাটিতে আসামিদের বিরুদ্ধে নতুন করে চার্জ গঠন করলো ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ নতুন ওই চার্জ গঠন করেন।গত ১১ মে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত থেকে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী মামলাটি এই ট্রাইব্যুনালে বদলি করা হয়। বদলি হওয়ার পর প্রথম দিনেই ট্রাইব্যুনাল পূর্বের আদালতের চার্জ সংশোধন করলেন।

ত্রুটি ধরা পড়ায় ব¬গার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় আট আসামির বিরুদ্ধে নতুন করে অভিযোগ গঠন হয়।বৃৃহস্পতিবার ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ নতুন করে অভিযোগ গঠনের পর আগামী ২৭ মে সাক্ষ্যগ্রহণের দিন রেখেছেন।এর আগে রোববার মামলায় সাক্ষ্যগ্রহণের দিন থাকলেও বিচারক ছুটিতে থাকায় তারিখ পিছিয়ে ২১ মে করা হয়েছিল।

মামলার বাদী রাজীবের বাবা ডা. নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করলেও অভিযোগ গঠনে কী ধরনের ত্র“টি ছিল, তা জানাতে পারেননি।তবে আসামি এহসান রেজা রুম্মানের আইনজীবী ফারুক আহমেদ বলেন, আগে গঠিত অভিযোগে ঘটনাস্থল ভুল উলে¬খ করা হয়েছে বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান তাকে জানিয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান বলেন, আদালত নতুন করে অভিযোগ গঠন করে ২৭ মে সাক্ষ্যগ্রহণ শুরুর দিন রেখেছে।২০১৩ সালে শাহবাগ আন্দোলন শুরুর দশম দিনে ১৫ ফেব্র“য়ারি রাতে রাজধানীর পল¬বীতে নিজের বাসার সামনে কুপিয়ে হত্যা করা হয় রাজীবকে। তিনি গণজাগরণ মঞ্চের সংগঠক ছিলেন।ধর্মীয় উগ্রবাদীরা এই হত্যাকাণ্ড ঘটায় বলে পুলিশের তদন্তে উঠে আসে। এরপর আরও কয়েকজন ব-গার হত্যাকাণ্ড ঘটে এবং সবগুলোর ক্ষেত্রেই ধর্মীয় উগ্রবাদীদের সন্দেহ করা হচ্ছে।রাজীব হত্যাকাণ্ডের আট আসামির বিরুদ্ধে গত ১৮ মার্চ অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচারপ্রক্রিয়া শুরু করে আদালত।

দ্রুত নিষ্পত্তির জন্য মামলাটি গত ১১ মে তিন নম্বর দ্রুতবিচার ট্রাইব্যৃনালে পাঠানো হয়।মামলার প্রধান আসামি রেদোয়ানুল আজাদ রানা ছাড়া সবাই কারাগারে আছেন।আটক বাকি আসামিরা হলেন- নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশনস বিভাগের বহিষ্কৃত ছাত্র সাদমান ইয়াছির মাহমুদ, ফয়সাল বিন নাঈম দীপ, এহসান রেজা রুম্মান, মাকসুদুল হাসান অনিক, নাঈম ইরাদ ও নাফিজ ইমতিয়াজ এবং আনসারুল¬াহ বাংলা টিমের প্রধান মুফতি মো. জসীমউদ্দিন রাহমানী।বৃহস্পতিবার এদের সবাইকে আদালতে উপস্থিত করা হয়।