আত্মহত্যার প্রবণতা
দৈনিকবার্তা-পাইকগাছা (খুলনা), ২১মে : খুলনার পাইকগাছায় আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। পারিবারিক কলহ, প্রেম প্রত্যাখ্যানসহ নানাবিধ কারনে গত ৪ মাসে ২০ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ধারাবাহিক এ সকল আত্মহত্যার ঘটনায় মাসিক আইনশৃংখলার সভায় উদ্বেগ প্রকাশ করে সচেতনা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়েছে। থানার অপমৃত্যু বিভাগের দায়িত্বে থাকা এস,আই আব্দুল মান্নান জানান, গত সাড়ে ৪ মাসের ব্যবধানে পারিবারিক কলহ ও প্রেমে প্রত্যাখ্যানজনিত কারনে ২০জন আত্মহত্যা করেছে।

১ জানুয়ারি দেবদুয়ার মলোপাড়া গ্রামের পরিতোষ রায়ের ছেলে সুজন রায় (১৮) বিষপানে, ১১ জানুয়ারী রাড়–লী পশ্চিমপাড়া গ্রামের মোস্তাক মোড়লের মেয়ে মুক্তা খাতুন (১৪) গলায় ওড়না পেঁচিয়ে, ১৮ জানুয়ারি চককাওয়ালী গ্রামের নওশের আলীর স্ত্রী হালিমা খাতুন (৮৫) বিষপান, ২২ জানুয়ারি গড়ইখালী গ্রামের সেকেন্দার গাজীর স্ত্রী জহুরা বেগম (৫৯) গলায় ফাঁস, ১৩ ফেব্রুয়ারি গুনালী নলতার মোতালেব আলী মোড়লের ছেলে রুহুল আমিন (১৮) ও আশাশুনির গদাইপুর গ্রামের আব্দুর রহিম সরদারের মেয়ে আয়রা সুলতানা (১৫) গলায় ফাঁস, ২৩ ফেব্র“য়ারি বাতিখালী গ্রামের শাহাদাত হোসেনের মেয়ে নিপা (২০) গলায় ফাঁস, ৬ মার্চ হাঁড়িয়া গ্রামের মহসিন হুসাইনের মেয়ে মোহসিনা সুলতানা তামান্না (১০) গলায় ফাঁস, ১৪ মার্চ বাতিখালী গ্রামের মৃত পঞ্চরাম বাইনের ছেলে দিলিপ বাইন (৪১) বিষপান, ১৫ মার্চ কুমখালী গ্রামের মৃত রনজিত মন্ডলের ছেলে হরিপদ মন্ডল (৪৬) গলায় ফাঁস, ১৭ মার্চ কাপসন্ডা গদাইপুর গ্রামের কপিলউদ্দীন গাজীর মেয়ে নাজমা বেগম (৩৮) গলায় ফাঁস, ২৩ মার্চ অজ্ঞাত (২৮) পানিতে ডুবে, ১১ এপ্রিল প্রতাপকাটি গ্রামের বাপ্পি ঢালীর স্ত্রী বিচিত্রা ঢালী (২৬) অন্তঃস্বত্ত্বা ডেলিভারীজনিত, ১৫ এপ্রিল মাহমুদকাটি গ্রামের পুলিন দাশের ছেলে সুকুমার দাশ (২০) নেশাজাতীয় দ্রব্য পান, ১৯ এপ্রিল নোয়াকাটি গ্রামের মৃত মান্দার বিশ্বাসের স্ত্রী মান্দারী বিশ্বাস (৯৫) গলায় ফাঁস, ২১ এপ্রিল মাহমুদকাটি গ্রামের মৃত কালিপদ’র ছেলে উত্তম সাখারী (৪০) গলায় ফাঁস, ২৭ এপ্রিল ভিলেজ পাইকগাছা গ্রামের আকরাম গাজীর মেয়ে লতা (১৫) গলায় ফাঁস, ২৯ এপ্রিল গড়েরডাঙ্গা গ্রামের হান্নান সরদারের স্ত্রী রাহিদা বেগম (৫০), ২ মে খড়িয়া গ্রামের নওয়াব আলী গাজীর ছেলে এ,কে,এম, রুহুল আযম (৩৭) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বিগত যে কোনো বছরের চেয়ে চলতি বছর আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় উপজেলা মাসিক আইন শৃংখলা সভায় উদ্বেগ প্রকাশ করে আত্মহত্যা প্রতিরোধে সচেতনার উপর গুরুত্বারোপ করা হয় বলে উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী জানান।