file (6)

দৈনিকবার্তা-মংলা,২১মে  : মংলা বন্দরে কাস্টমসের হয়রানিমূলক কর্মকান্ডের প্রতিবাদে ‘মংলা কাস্টমস সিএন্ডএফ কর্মচারী ইউনিয়ন’র কর্মচারীরা কাজ বন্ধ রেখে আজ বৃহস্পতিবারও ধর্মঘট পালন করছে। এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে মংলা বন্দরে আমদানী-রপ্তানী পণ্য সরবরাহের কাজ। মংলা কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস্ এ্যাসোসিয়েশনের কর্মচারীরা মংলা কাস্টমস্ হাউজ (খুলনাস্থ) ও মংলা বন্দর এলাকায় বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য এ অবস্থান ধর্মঘট শুরু করে। আজ বৃহস্পতিবার সকালে খুলনাস্থ মংলা কাস্টমস্ হাউজের মুল গেইটের সামনে অবস্থান নিয়ে ধর্মঘট পালন করছে সংগঠনের প্রায় দেড় হাজার কর্মচারী। এদিকে একাধিকবার পরীক্ষা-নিরীক্ষার নামে হয়রানী বন্ধের দাবিতে অর্থ মন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে মংলা কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস্ এ্যাসোসিয়েশন।

মংলা কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস্ এ্যাসোসিয়েশনের সভাপতি সুলতান হোসেন খান ও সাধারণ সম্পাদক মাহমুদ আহসান টিটো জানান, মংলা কাস্টমস্ কর্র্তৃপক্ষ আমদানী-রপ্তানীকৃত মালামাল একাধিকবার পরীক্ষা-নিরাক্ষার নামে অহেতুক হয়রানী করছে। পরীক্ষা-নিরীক্ষার নামে অধিক কালক্ষেপণের ফলে পণ্যের গুনগতমান নষ্ট, আমদানী ও রপ্তানী কাজে ব্যাঘাত সৃষ্টি হওয়ায় ব্যবসায়িক ক্ষতি ও ঝুঁকি, সরবরাহকারীদের বীমা ঝুঁকি এবং শ্রমিকদের আর্থিক ক্ষতির মধ্যে পড়তে হচ্ছে। নির্ধারিত সময়ে মালামাল সরবরাহ করতে না পারায় ব্যবসায় চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন মংলা বন্দর ব্যবহারকারীরা। চট্টগ্রাম বন্দরে যে সকল মালামাল ১০শতাংশ পরীক্ষা করা হয় সেসব পণ্য মংলা বন্দরে শতভাগ নিরীক্ষার নামে চরম হয়রানী করা হচ্ছে। কাস্টমসের হয়রানিমূলক কর্মকান্ডের কথা লিখিতভাবে ফ্যাক্স বার্তার মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে মংলা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস্ এ্যাসোসিয়েশন। অবিলম্বে কাস্টমসের হয়রানি বন্ধ না হলে কঠিন আন্দোলন কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলে বুধবার কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

সিএন্ডএফ কর্মচারীদের ধর্মঘটের কারণে মংলা বন্দর দিয়ে আমদানী-রপ্তানী পণ্য সরবরাহ, শুল্কায়ন ও ডিউটি পেমেন্টসহ সকল ধরণের কার্যত্রুম বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছে আমদানী-রপ্তানীকারকসহ বন্দর ব্যবহারকারীরা।