image_224483.said khokon

দৈনিকবার্তা-ঢাকা, ২১ মে: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন তার নাম ভাঙ্গিয়ে ঘনিষ্ট বন্ধু বা অন্য কোন পরিচয়ে কারও কাছে কোন অনায্য ও অন্যায় তদবির বা দাবি নিয়ে গেলে তাকে সরাসরি পুলিশে সোপর্দ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার সকালে নগরীর কাপ্তান বাজার মোড়ে ৩৮নং ওয়ার্ড এলাকার পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধনকালে আয়োজিত সমাবেশে মেয়র এ আহবান জানান। এ সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবু আহম্মেদ মান্নাফী, সারোয়ার হোসেন আলো, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর রাশিদা হোসেন মনিসহ সিটি করপোরেশনের উর্ধতন কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিটি করপোরেশনের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সুষ্ঠু সমন্বয়ের জন্য শিগগিরই ‘সমন্বিত কর্তৃপক্ষ’ গঠনের উদ্যোগ নেয়া হবে বলে জানান ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন।একইসঙ্গে দক্ষিণ সিটি করপোরেশন এলাকার সুষম উন্নয়ন নিশ্চিত করতে নগরবাসী, নগরপরিকল্পনাবিদসহ বিভিন্ন পেশার মানুষের মতামত শুনতে শিগগিরই ঢাকা ডায়ালগের আয়োজন করা হবে বলেও জানান ঢাকা দক্ষিণের মেয়র।ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের ৩৮ নম্বর ওয়ার্ডের কাপ্তান বাজার এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সিটি করপোরেশনকে সহায়তা করতে নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।সেইসঙ্গে মেয়রের নাম ভাঙিয়ে কেউ কোন ধরণের অন্যায় করলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করারও অনুরোধ জানান সাঈদ খোকন।

নগরবাসীর দোরগোড়ায় সিটি করপোরেশনের সেবা পৌঁছে দিতে অবিলম্বে সমন্বিত কর্তৃপক্ষ গঠনের উপরও জোর দেন দক্ষিণের মেয়র।তিনি বলেন, নগরের উন্নয়নকে ত্বরান্বিত করতে শিগগিরই নগরবাসী এবং বিশেষজ্ঞদের মতামত শুনতে ঢাকা ডায়ালগের আয়োজন করা হবে।