sohel_rana

দৈনিকবার্তা-ঢাকা, ২০ মে:  রানা প্লাজার মালিক সোহেল রানার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদুক)।বুধবার দুপুরে রাজধানী রমনা মডেল থানায় দুদুকের উপ-পরিচালক মো. মাহবুবুল আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদুকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্যটি নিশ্চিত করেছেন।তিনি জানান, কাশিমপুর কারাগারে আটক সোহেল রানার কাছে গত ২ এপ্রিল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সম্পদ বিবরণী জমা দেয়ার নোটিশ পাঠানো হয়। ওই নোটিশে স্বাক্ষরও করেছেন সোহেল রানা। দুদুকের আইন অনুযায়ী নোটিশ পাঠানোর সাত কার্য দিবসের মধ্যে কমিশনের সচিব বরাবর সম্পদ বিবরণী দাখিল করতে হয়। কিন্তু সোহেল রানা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করেননি এবং কী কারণে তিনি তা করেননি তা উল্লেখ করে কমিশনকে কোনো কিছু জানাননি।

নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করা এবং বিবরণী দাখিল কেন করেননি তা না জানানোর কারণে দুদুক আইনে মামলাটি দায়ের করা হয়।এদিকে, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে বাংলাদেশ রেলওয়ের ১৩শ’ বর্গফুট জায়গা ভুয়া বিক্রির নামে লিজ প্রদান করে আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক মহাব্যবস্থাপক (জিএম) ফেরদৌস আলমসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বুধবার দুপুরে রাষ্ট্রীয় দুর্নীতিবিরোধী সংস্থাটির উপ-পরিচালক কেএম মেজবাহ বাদী হয়ে কমলাপুর জিআরপি থানায় মামলাটি দায়ের করেন।মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে এ জায়গা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক (জনগসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।

ফেরদৌস আলম ছাড়াও মামলার অপর আসামিরা হলেন- কমলাপুর রেলওয়ে স্টেশনের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা-২ প্রনবেশ সরকার, রেলভবনের সাবেক উপ-পরিচালক (ট্রাফিক কমার্শিয়াল) কবিরুল আলম, চট্টগ্রাম রেলওয়ের এরিয়া অপারেটিং অফিসার শফিকুর রহমান (সাময়িক বরখাস্ত) এবং কমলাপুর বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তার কার্যালয়ের উচ্চমান সহকারী মোশারফ হোসেন (সাময়িক বরখাস্ত)।