DoinikBarta_দৈনিকবার্তা_image_224122.2015-05-20_3_693541

দৈনিকবার্তা-রাজস্থান, ২০ মে: রাজস্থানে মঙ্গলবার রাতে ধূলি ঝড়ে ১৭ জনের প্রাণহানি ও প্রায় ১শ’ জন আহত হয়েছে।ধলপুর, ভরতপুর বিকানার, সওয়াই মধুপুর, বরান, বুন্ডি ও নাগাউর থেকে এসব হতাহতের খবর পাওয়া গেছে।এতে রাজ্যের বিভিন্ন স্থানে অনেক গাছ-পালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। ফলে অনেক এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন হয়ে পড়েছে।এদিকে ঝড়ের কারণে রেল, সড়ক ও আকাশ পথে যান চলাচল ব্যাহত হচ্ছে।মুখ্যমন্ত্রী ভূষন্দ্র রাজ জেলা ত্রাণ তহবিল থেকে নিহত প্রত্যেক পরিবারকে চার লাখ রুপি করে সাহায্য দেয়ার ঘোষণা দিয়েছেন।আবহাওয়া দপ্তর জানায়, ঝড়ের পর বিকানার, ঝুনঝনু, পিলানি, চুরু ও শ্রী গঙ্গানগরে এক সেন্টিমিটার বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। তারা রাজস্থানের উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে ধূলি ঝড়ের পাশাপাশি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল।