দৈনিকবার্তা-মুন্সিগঞ্জ, ২০ মে: মুন্সিগঞ্জ জেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গজারিয়ার ভবেরচর বাসস্ট্যান্ডের কাছে বুধবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন মহিলা শ্রমিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন কুমিল্লার চালিভাঙ্গার মো. ওয়াদুদের স্ত্রী হামিদা বেগম (৪৫) ও কুমিল্লার জগনাথকান্দির অমূল্য দাস কানন (৩৫)। অপর একজনের পরিচয় পাওয়া যায়নি।
ভবেরচর পুলিশ ফাঁড়ির এসআই মো. আশরাফুল জানান, আজ সকালে কুমিল্লাগামী যাত্রীবাহী একটি বাস ওই তিন মহিলা পথচারীকে চাপা দিয়ে সটকে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। অপরজনকে চিকিৎসার জন্য ঢাকা নেয়া হচিছল। তিনি পথে প্রাণ হারান।নিহতদের লাশ ভবেরচর পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। বাসটি শনাক্তের চেষ্টা চলছে।