10-koti-tk

দৈনিকবার্তা-ঢাকা, ২০ মে: বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ২ কোটি ৮ লাখ ৮৪ হাজার টাকার বৈদেশিক মুদ্রাসহ এক মুদ্রা পাচারকারীকে আটক করেছে।আটককৃত যুবক নীলফামারী জেলার সৈয়দপুর থানাধীন চৌমুহনী গ্রামের মো: দাদন খানের পুত্র আব্দুল কাদির (২২)।আটক এই বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বাংলাদেশ থেকে পাচার হয়ে সিঙ্গাপুর যাচিছলো। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ নম্বর গেট এলাকা থেকে মঙ্গলবার দিবাগত রাতে এপিবিএন পুলিশের একটি গোয়েন্দা দল গোপনে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করে।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের এএসপি তানজিনা আক্তার আজ বুধবার সকালে মুদ্রা আটকের খবর নিশ্চিত করেছেন।এপিবিএন সূত্র জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ নম্বর গেট দিয়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে করে বাংলাদেশী যাত্রী আব্দুল কাদির সিঙ্গাপুরের উদ্দেশ্যে বিমানে আসন নিতে যা”িছল। তার গতিবিধিতে গোয়েন্দা টিমের সদস্যদের সন্দেহ হয়। এপিবিএন সদস্যরা আব্দুল কাদিরের শরীর ও সাথে থাকা লাগেজ তল্লাশি চালিয়ে প্রায় ২ কোটি ৮ লাখ ৮৪ হাজার টাকার বৈদেশিক মুদ্রাসহ তাকে হাতেনাতে আটক করে। উদ্বার হওয়া বৈদেশিক মুদ্রার মধ্যে বিপুল পরিমাণ সৌদী রিয়াল, সিঙ্গাপুর ডলার, ইউরো, কুয়েতি দিনার, আরব আমিরাত দিনার ও ওমানের রিয়াল রয়েছে।

এপিবিএন আরো জানায়, আটককৃত যাত্রী আব্দুল কাদির বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা নিয়ে সিঙ্গাপুর যাচ্ছিলো। সে অভিনব কায়দায় মুদ্রাগুলো লাগেজের মধ্যে বিশেষভাবে লুকিয়ে রেখেছিল।প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মুদ্রাপাচারের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। এর সাথে আর কারা জড়িত সেটি ও খতিয়ে দেখছে পুলিশ।আটককৃত আব্দুল কাদিরকে আজ বুধবার সকাল ৮টায় বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।এ বিষয়ে এপিবিএন পুলিশের পক্ষ থেকে স্পেশাল পাওয়ার এ্যাক্টে থানায় মামলা দায়ের করা হয়েছে।