দৈনিকবার্তা-ঢাকা, ২০ মে: ‘সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ এর দশম আসর বসছে আগামী ১৫ জুন। এবার এ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে ঢাকার মিরপুর ইনডোর স্টেডিয়ামে। চ্যানেল আই সূত্র জানা গেছে, দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা ও আর নানাবিধ কারণে বেশ কয়েকবার অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েও তা থেকে পিঁছিয়ে আসতে বাধ্য হন আয়োজক কর্তৃপক্ষ। আর তাই অনেক আগেই সংগীতের এই পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজনের ইচ্ছে থাকলেও এত দিন তা সম্ভব হয়নি। অবশেষে ১৫ জুন তারিখটি সামনে রেখেই অনুষ্ঠান আয়োজনের সব ধরনের প্রস্তুতি চলছে।
চ্যানেল আই সূত্র আরো জানা যায়, বাংলাদেশের গুণী ও জনপ্রিয় প্রায় সব সংগীত তারকাই এ অনুষ্ঠানে অংশ নেবেন। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সংগীতের ১৬টি বিভাগে দেয়া হবে এ পুরস্কার। অনুষ্ঠানটির প্রকল্প পরিচালক শহিদুল আলম সাচ্চু। দেশের সুস্থ ধারার সংগীতকে এগিয়ে নেয়ার লক্ষ্যে ২০০৪ সালে সিটিসেল ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে শুরু হয়েছিল সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। আয়োজনের দিক দিয়ে এই পুরস্কার অনুষ্ঠানে প্রতিবারই থাকে কিছু না কিছু চমক। এবারও তার ব্যতিক্রম হবে না বলে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ।বিভিন্ন ঘরাণার সংগীতশিল্পী, গীতিকার, নবাগত শিল্পী, সাউন্ড, কাভার ডিজাইন, সংগীতপরিচালক, মিউজিক ভিডিও বিভাগে দেয়া হবে এই পুরস্কার। বিচারকদের রায়ে তা চূড়ান্ত হবে। আর শ্রোতাদের ভোটে দেয়া হবে ব্যান্ড সংগীত, আধুনিক গান, ছায়াছবির গান, ডেব্যু সংগীত ও ফিউশন বিভাগের পুরস্কার।