দৈনিকবার্তা-গাজীপুর, ২০ মে: গাজীপুরের কাশিমপুর সরকারি আশ্রয় কেন্দ্রের নিবাসীদের শারীরিক ও মানসিক নির্যাতন করার অভিযোগে এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত এবং কেন্দ্রে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করার নির্দেশ দেয়া হয়েছে। গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম ওই কেন্দ্র পরিদর্শণকালে এ নির্দেশ দেন।
গাজীপুরের সহকারী কমিশনার সত্যজিত রায় দাশ বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম মঙ্গলবার কাশিমপুর সরকারি আশ্রয় কেন্দ্র পরিদর্শণ করেন। পরিদর্শণকালে কেন্দ্রের ওয়ার্ডার মোঃ মশিয়ার রহমানের বিরুদ্ধে কেন্দ্রে অবস্থানরত নিবাসীদের শারীরিক ও মানসিক নির্যাতন করার অভিযোগ পান। এসময় তিনি নিবাসীদের জিজ্ঞাসাবাদে ওই অভিযোগের সত্যতা পান। এর প্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা মোতাবেক কেন্দ্রের ওয়ার্ডার মোঃ মশিয়ার রহমানকে সাময়িক বরখাস্ত এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করার জন্য কেন্দ্রের উপ-সহকারী পরিচালককে নির্দেশ দেন। একই সঙ্গে তাকে আশ্রয় কেন্দ্রে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।