DoinikBarta_দৈনিকবার্তাhigh-court_2_1_126075

দৈনিকবার্তা-ঢাকা, ১৯ মে: ময়মিনসিংহ অঞ্চলের ৪৪ ব্যক্তিকে প্যানেলভুক্ত করে বেসরকারি রেজি. প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে সহকারী শিক্ষক পদে কেন নিয়োগ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।ওই এলাকার আব্দুল আলীমসহ ৪৪ ব্যক্তি এ রিট আবেদনটি দায়ের করলে শুনানি শেষে আদালত এ রুল জারি করেন।গত ১৭ মে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশদেন  আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মহিউদ্দিন (মহিম)। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট তপু গোপাল ঘোষ ও প্রদীপ চন্দ্র সরকার।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (পলিসি ও অপারেশন)সহ মোট ১৩ জনকে আগামী চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।জানতে চাইলে আইনজীবী অ্যাডভোকেট মহিউদ্দিন (মহিম) বলেন, বিগত ২০১০ সালের ২১ এপ্রিল নিয়োগ বিজ্ঞপ্তির দফা (৩) এ মেধাক্রম অনুসারে সংশ্লিষ্ট উপজেলার অধিবাসী হওয়ার নিমিত্তে সরাসরি নিয়োগ দেয়া হবে। কিন্তু পরবর্তীতে এই নিয়মটি সংশোধন করে ২০১২ সালের ২১ মার্চ এ মেধাক্রম এবং প্রথমত সংশ্লিষ্ট ইউনিয়ন ও পরবর্তীতে সংশ্লিষ্ট উপজেলার অধিবাসী হওয়ার ভিত্তিতে নিয়োগ প্রদান করবে বলে পরিপত্র জারি করা হয়।এতে করে রিটকারিরা সংক্ষুব্ধ হয়ে উচ্চ আদালতে এ রিটটি দায়ের করলে শুনানি শেষে আদালত এ রুল জারি করেন।