শীর্ষস্থান ধরে রেখেছেন সেরেনা

দৈনিকবার্তা-প্যারিস, ১৯ মে, ২০১৫ : রোমানিয়ার সিমোনা হালেপকে সরিয়ে ডব্লুটিএ টেনিস র্যাংকিং-এর দ্বিতীয় স্থানে উঠে এসেছেন রাশিয়ার হার্টথ্রব মারিয়া শারাপোভা। সদ্য শেষ হওয়া ইতালিয়ান ওপেনের শিরোপা জয়ের পুরস্কারটা র্যাংকিং-এ পেয়ে গেলেন শারাপোভা। টুর্নামেন্টের ফাইনালে উঠে সবাইকে চমকে দিয়েছিলেন স্পেনের কার্লা সুয়ারেজ নাভারো। শারাপোভার কাছে ফাইনালে হারলেও, র্যাংকিং-এ উন্নতি হয়েছে তার। দশম স্থান থেকে অষ্টমে উঠে এসেছেন নাভারো।

আর কঁনুই ইনজুরির কারণে ইতালিয়ান ওপেন থেকে নিজেকে টুর্নামেন্ট শুরুর আগেই সরিয়ে নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। তাতে র্যাংকিং-এ কোন ক্ষতি হয়নি তার। ঠিকই নিজের শীর্ষস্থান ধরে রেখেছেন সেরেনা।

শীর্ষ দশ খেলোয়াড়ের র্যাংকিং: 

বর্তমান র‌্যাংকিং পূর্বের র‌্যাংকিং               খেলোয়াড় দেশ         পয়েন্ট
         
সেরেনা উইলিয়ামস যুক্তরাষ্ট্র ৯৩৬১
মারিয়া শারাপোভা রাশিয়া ৭৭১০
সিমোনা হালেপ রোমানিয়া ৭৩৬০
পেত্রা কেভিতোভা চেক প্রজাতন্ত্র ৬৭৬০
ক্যারোলিন ওজনিয়াকি ডেনমার্ক ৪৯৪০
ইউজেনি বুচার্ড কানাডা ৪১৬৭
আনা ইভানোভিচ সার্বিয়া ৩৬৫৫
১০ কার্লা সুয়ারেজ নাভারো স্পেন ৩৬৪৫
একাতিরিনা মাকারোভা রাশিয়া ৩৫১০
১০ আন্দ্রে পেটকোভিচ জার্মানি ৩৩১৫