gazipur pic-03_266108

দৈনিকবার্তা-গাজীপুর, ১৯ মে: গাজীপুরের চাপুলিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীসহ চারজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত৷মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জআদাজ লতের -১ বিচারক মো. ফজলে এলাহি ভূইয়া এ আদেশ দেন৷ এ সময় আদালতে দণ্ডপ্রাপ্ত চার আসামি ও বাদী উপস্থিত ছিলেন৷মামলার বাদী পক্ষের আইনজীবী আহমেদুল কবির অরুন জানান, গাজীপুর মহানগরের চাপুলিয়া গ্রামের আবু আইয়ুব লালনের পরকীয়ায় বাধা দেয়ার কারণে ২০০৮ সালের ৫ নভেম্বর রাতে স্বামী ও তার অপর ৩ সহযোগী ধারালো ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে স্ত্রী মোরশেদাকে৷ এর একদিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্‍সাধীন অবস্থায় তার মৃতু্য হয়৷ এসময় মোরশেদা চারমাসের অন্তঃসত্তা ছিলেন৷ তাদের দুটি কন্যা সন্তান রয়েছে৷

এ ঘটনায় নিহতের চাচা মো. শওকত আলী বাদী হয়ে স্বামীসহ ৪জনকে আসামি করে জয়দেবপুর থানায় মামলা দায়ের করে৷ মামলার অপর আসামিরা হলেন- আবু হানিফ, মুল্লুক ও রানা৷ এদের মধ্যে আবু হানিফকে ঘটনাস্থল থেকে আটক করা হয়৷ অপর আসামিদের পরবর্তীতে গ্রেপ্তার করা হয়৷ মামলার তদন্তকারী কর্মকর্তা তত্‍কালীন জয়দেবপুর থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম দীর্ঘ তদন্ত শেষে সব আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন৷ এতে দীর্ঘ শুনানির পর মঙ্গলবার বিজ্ঞ আদালত আসামিদের ফাঁসির দণ্ড প্রদান করেন৷ একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে৷মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলী ছিলেন অ্যাডভোকেট আতাউর রহমান, মকবুল হোসেন কাজল৷ বাদী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট সুলতান উদ্দিন আহমেদ, কামাল উদ্দিন, রেজাউল রহমান লস্কর মিঠু৷ মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেন বাদী পক্ষ৷