DoinikBarta_দৈনিকবার্তা1430753598

দৈনিকবার্তা-ঢাকা, ১৯ মে: মানবপাচারে জড়িত গডফাদারদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি।অপরদিকে পাচার রোধে মায়ানমারের অরক্ষিত আড়াইশ কিলোমিটার সীমান্তে বিজিবি মোতায়েনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।এছাড়া কক্সবাজারের মায়ানমার সীমান্তকে আরও সুরক্ষিত করতে সরকারিভাবে কাজ চলছে বলেও উল্লেখ করেন তিনি।আসাদুজ্জামান খান কামাল জানান, মানবপাচার রোধে সমুদ্রে মাছ ধরার জেলেদের আলাদাভাবে পরিচয়পত্র দেওয়া হবে। মালামাল পরিবহনের জন্য ট্রলারগুলোতেও থাকবে আলাদা নম্বরপ্লেট।সাংবাদিদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, যারা সাগরে ভাসমান তারা সবাই বাংলাদেশি নয়। বাংলাদেশি থাকলেও অল্পসংখ্যক। এছাড়া সমুদ্রে ভাসমান আটকা পড়া ট্রলারের মধ্যে বাংলাদেশের কোনো ট্রলার নেই।

বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে ফিরিয়ে আনতে সরকার ভারতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।সালাহউদ্দিন আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের উদ্যোগ জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা ভারতের দিকে তাকিয়ে আছি।মন্ত্রী জানান, সালাহউদ্দিনকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ করছে পরারাষ্ট্র মন্ত্রণালয়। ভারত যদি তাকে এখনই ফেরত দেয়, তাহলে ফেরত আনা হবে। আর যদি অবৈধ অনুপ্রবেশের মামলা চালায় তাহলে পরে ফেরত আনা হবে। আমরা তাদের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছি।সালাহউদ্দিন আহমেদকে আইন-শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছিল কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তাকে আইন-শৃঙ্খলা বহিনী গ্রেফতার করেনি। তবে তার বিরুদ্ধে মামলা ছিল, আইন-শৃঙ্খলা বাহিনী তাকে খুঁজছিল গ্রেফতার করার জন্য।