Pakistan1432009330

দৈনিকবার্তা-ঢাকা, ১৯ মে: দু’টি টুয়েন্টি টুয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পাকিসত্মানে পেঁৗছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল৷ ২০০৯ সালের পর আনত্মজর্াতিক অঙ্গনের কোন ক্রিকেট দল আবারো পাকিসত্মান সফরে গেল৷২০০৯ সালে পাকিসত্মান সফররত শ্রীলংকা দলের উপর বোমা হামলা চালায় সন্ত্রাসীরা৷ এরপর থেকে আর কোন দল পাকিসত্মান সফরে যায়নি৷ তবে দীর্ঘ ছয় বছর পর আনত্মজর্াতিক দল হিসেবে পাকিসত্মান সফরে গেল জিম্বাবুয়ে৷মঙ্গলবার রাত পৌনে দুইটায় লাহোরের আলস্নামা ইকবাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরন করে জিম্বাবুয়ে দলকে বহন করা ফ্লাইট৷ অবতরণের পর সফরকারী দলকে স্বাগত জানায় বর্তমান মুসলিম লীগ সরকারের দুইজন মন্ত্রী৷ এছাড়া উপস্থিত ছিলেন ক্রিকেট বোর্ডের উচ্চ পদস্থ কর্মকতর্ারাও৷এয়ারপোর্ট থেকে বের হয়ে বাসে চড়ে হোটেলের উদ